1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

মেঘের কোলে উঁকি দিচ্ছে গুগল ল্যাপটপ

১৫ জুন ২০১১

এমন এক ল্যাপটপ, যা থেকেও যেন নেই৷ অর্থাৎ ভেতরটা বলতে গেলে ফাঁপা৷ কিন্তু তা সত্ত্বেও আজ থেকে এমনই এক পণ্য এনে বাজার মাত করতে চলেছে গুগল৷

https://p.dw.com/p/11aMC
এবার ‘ক্রোম’ অপারেটিং সিস্টেমের জন্য আসছে আলাদা ল্যাপটপছবি: picture-alliance/ dpa

সত্যি প্রায় ‘খালি' এই ল্যাপট্যাপ কম্পিউটার৷ নেই কোনো সফটওয়্যার বা ফাইল রাখার জায়গা৷ বেশ হাল্কা, যন্ত্রপাতিও যেন কম৷ তাহলে কি লোক ঠকানোর জন্য এমনটা করা হয়েছে? না, একেবারেই না৷ নির্দিষ্ট বোতাম টিপে ইন্টারনেট সংযোগ স্থাপন করুন৷ ব্যাস, পর্দায় ফুটে উঠবে সবকিছু৷ কারণ কম্পিউটার চালাতে যে সফটওয়্যার লাগে, তার সবটাই রয়েছে দূরের কোনো সার্ভারে৷ ‘ক্রোমবুক' নামের এই ল্যাপটপ একারণেই অভিনব৷

আজ, অর্থাৎ ১৫ই জুন বাজারে আসছে ‘ক্রোমবুক'৷ উইন্ডোস অপারেটিং সিস্টেম থাকলে কম্পিউটার চালু হতে কত সময় লাগে, তা ভুক্তভোগীরা বিলক্ষণ জানেন৷ কিন্তু গুগল'এর তৈরি ক্রোমবুক প্রায় চোখের নিমেষে প্রস্তুত হয়ে যায়৷ একেবারে প্রথম বার শুধু গুগল অ্যাকাউন্টে লগ-ইন করতে হয়৷ তার পর থেকে বড়জোর ১০ সেকেন্ডের মধ্যে চালু হয়ে যায় ল্যাপটপ৷ তার মধ্যে রয়েছে শুধু হাল্কা একটি অপারেটিং সিস্টেম ও একটি ব্রাউজার৷ বাকি সব সফটওয়্যার ও ফাইল থাকছে গুগল'এরই সার্ভারে৷ ‘ক্লাউড কম্পিউটিং'এর প্রবণতাকে এমনই এক স্তরে নিয়ে গেছে গুগল৷ এভাবে কম্পিউটারের শক্তি বাঁচিয়ে কম্পিউটার চালাবার জন্য প্রয়োজনীয় সব শক্তিই থাকছে দূরে কোথাও৷ ফলে ব্যবহারকারী নিশ্চিন্তে কাজ করতে পারবেন৷ আচমকা থমকে যাওয়া বা সবকিছু ‘ক্র্যাশ' করার আশঙ্কা আর থাকবে না৷

Google bastelt an einer Tablet PC
এর আগে ট্যাবলেট পিসি এনেছিল গুগলছবি: The Chromium Authors

‘ক্রোমবুক' গুগল'এর হলেও সফটওয়্যার'এর ক্ষেত্রে কিন্তু কোনো একচেটিয়া অধিকার রাখেনি এই সংস্থা৷ বাকিরাও সহজেই এমন সার্ভার-ভিত্তিক সফটওয়্যার সরবরাহ করতে পারে৷ যেমন তৈরি হয়ে গেছে মাইক্রোসফট ওয়ার্ড'এর এরকম এক ‘মেঘ সংস্করণ'৷

কিন্তু মেঘের কোলে সব সহায়-সম্বল রেখে কি একেবারেই নিশ্চিন্ত থাকা যায়? যদি ফাইল হারিয়ে যায়, যদি কেউ লুকিয়ে আমার ফাইলপত্র পড়ে ফেলে? এমন আশঙ্কা একেবারে উড়িয়ে দেওয়া যায় না৷ তাই বিশেষজ্ঞদের অভিমত, প্রয়োজনীয় ফাইলের কপি রেখে দিন আর এমন পাসওয়ার্ড ভেবে বার করুন, যা অনুমান করা সত্যি বেশ কঠিন৷ আর হ্যাঁ, মনে রাখবেন আশেপাশে ইন্টারনেট না থাকলে ‘ক্রোমবুক' প্রায় অচল বলা চলে৷ তখন সবকিছু নাগালের বাইরে৷

প্রতিবেদন: সঞ্জীব বর্মন

সম্পাদনা: অরুণ শঙ্কর চৌধুরী

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য