1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

মুম্বাইয়ে হামলার তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ

হারুন উর রশীদ স্বপন ২৭ নভেম্বর ২০০৮

মুম্বাইয়ে সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ৷ পররাষ্ট্র উপদেষ্টা ড. ইফতেখার আহমেদ চৌধুরী বলেছেন, বাংলাদেশ সন্ত্রাস বিরোধী যুদ্ধে সবসময় ভারতের পাশে আছে৷

https://p.dw.com/p/G3g4
মুম্বাইয়ে নিরাপত্তা বাহিনীর সতর্ক অবস্থানছবি: AP

পুলিশ জানিয়েছে, মুম্বাইয়ে সন্ত্রাসী হামলার পরপরই ঢাকাসহ সারাদেশের নিরাপত্তা জোরদার করা হয়েছে৷

সন্ত্রাসী হামলা ও পণবন্দী ঘটনার পর বাংলাদেশেও উদ্বেগ আর আতংক ছড়িয়ে পড়ে৷ ঢাকার পুলিশ কমিশনার নাইম আহমেদ জানিয়েছেন, তাদের কাছে বাংলাদেশেও সন্ত্রাসী হামলার আগাম কোন বার্তা নেই, তবে কোন সম্ভাবনাকেই উড়িয়ে দেয়া যায়না৷ সে কারণেই নিরাপত্তা বাড়ান হয়েছে৷ বিশেষ করে ঢাকার কূটনৈতিক এলাকা গুলশান ও বারিধারার বিদেশী দূতাবাসগুলোতে অতিরিক্ত ফোর্স মোতায়েন করা হয়েছে৷ পাঁচতারা হোটেলগুলোতে বাড়ান হয়েছে গোয়েন্দা নজরদারী৷ গুরুত্বপূর্ণ স্থাপনা সুরক্ষিত করা হয়েছে৷ প্রধান সড়কগুলোতে চেকপোষ্ট বসিয়ে পুলিশ তল্লাশী করছে৷

পুলিশ কমিশনার জানান, সামনেই বাংলাদেশের নির্বাচন৷ সে কারণে কোন মহল বা গোষ্ঠী যাতে সুযোগ নিতে না পারে সেদিকেও নজর রাখছেন তারা৷

এদিকে বাংলাদেশ সরকার মুম্বাইয়ে বর্বরোচিত হামলার তীব্র নিন্দা জানিয়েছে৷ পররাষ্ট্র উপদেষ্টা ইফতেখার আহমেদ চৌধুরী ভারতের পররাষ্ট্র মন্ত্রীকে পাঠানে বার্তায় বলেছেন, সন্ত্রাসীরা কারো বন্ধু হতে পারেনা৷ তারা মানবতার শত্রু৷ বাংলাদেশ সন্ত্রাস বিরোধী যুদ্ধে সবসময়ই ভারতের পাশে আছে৷ তিনি হামলায় আহত নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান৷

অন্যদিকে পুলিশের আইজি নূর মোহাম্মদ ডয়চে ভেলেকে জানিয়েছেন, মুম্বাইয়ে সন্ত্রাসী হামলার পর বাংলাদেশের সীমান্ত এলাকায় টহল ও নজরদারী জোরদার করা হয়েছে৷ বিমান, নৌ ও স্থল বন্দরে নিরাপত্তা বাড়ান হয়েছে৷