1. Inhalt
  2. Navigation
  3. Weitere Inhalte
  4. Metanavigation
  5. Suche
  6. Choose from 30 Languages

বিশ্ব

মুক্তিযোদ্ধা সনদ পেতে বিড়ম্বনা

বিদ্যুৎ ঘাটতি কমতির দিকে, তবে নদী ভাঙন বাড়ায় বাড়ছে জনজীবনের দুর্গতি৷ থাকছে মুক্তিযোদ্ধা সনদ পেতে বিড়ম্বনার কথাও৷ তবে, এতসবের মাঝেও আরো যে খবর নিয়ে আলোচনা, সেটি ভুটান থেকে সবজি আমদানি নিয়ে৷

default

বিদ্যুৎ উৎপাদন বাড়াতে কাজ চলছে (ফাইল ফটো)

বিদ্যুৎ ঘাটতি কমতির দিকে

দৈনিক প্রথম আলো মঙ্গলবার দিয়েছে এই সুখবর৷ পত্রিকাটি বলছে, চাহিদার তুলনায় বিদ্যুতের উৎপাদন এখনো কম হলেও সংকট কমতে শুরু করেছে৷ এ বছর ভরা সেচ মরশুমেও বিদ্যুৎ উৎপাদন চার হাজার মেগাওয়াটের নিচে ছিল৷ কিন্তু সার কারখানা বন্ধ করে বিদ্যুৎ উৎপাদনে গ্যাস সরবরাহ বাড়ানো এবং নতুন কিছু ছোট বিদ্যুৎকেন্দ্র চালু হওয়ায় এই উৎপাদন বেড়েছে৷

বিদ্যুতের ঘাটতি কমার এই লক্ষণ কি দীর্ঘমেয়াদী

বর্তমান সরকার ক্ষমতায় আসার পর উৎপাদন বাড়াতে এখন পর্যন্ত প্রায় ১,৩০০ মেগাওয়াট ক্ষমতার বিদ্যুৎকেন্দ্র স্থাপনে বিভিন্ন চুক্তি করেছেন৷ দৈনিক প্রথম আলো এই তথ্য জানিয়ে বলছে, এসব কেন্দ্রে ব্যয়সাপেক্ষ উপায়ে বিদ্যুৎ উৎপাদন করা হবে৷ আর তাই, ভবিষ্যতে বিদ্যুতের সংকট কমলেও, দাম বেড়ে যেতে পারে৷ যা হয়তো সরকার কিংবা জনগণকে বহন করতে হবে৷

নদী ভাঙন

দৈনিক ইত্তেফাক জানাচ্ছে, সিরাজগঞ্জে যমুনা নদীর পানি আকস্মিক বেড়ে গিয়ে ভাঙন শুরু হয়েছে৷ ইতিমধ্যে নদী সংলগ্ন ৬টি গ্রাম যমুনা কেড়ে নিয়েছে৷ পানি বাড়ায় ক্ষতিগ্রস্ত হচ্ছে আবাদি জমিও৷ তাই ভোগান্তিতে পড়েছে নদী সংলগ্ন সাধারণ মানুষ৷

মুক্তিযোদ্ধা সনদ

ঢাকার মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ে নাকি মুক্তিযোদ্ধাদের লম্বা লাইন দেখা যায় সব সময়৷ মুক্তিযোদ্ধা বিষয়ক সনদ পেতে এই লাইন৷ কিন্তু সেই সনদ পাওয়ার বদলে অনেক বিড়ম্বনার শিকার হচ্ছেন মুক্তিযোদ্ধারা৷ দৈনিক কালের কন্ঠ জানিয়েছে এই খবর৷

ভুটান থেকে সবজি আমদানি

বিডিনিউজ টোয়েন্টি ফোর ডট কম জানাচ্ছে, ভুটান ও বাংলাদেশের মধ্যে সম্পাদিত সাম্প্রতিক চুক্তি অনুযায়ী, ভুটানি শীতের সবজি বাংলাদেশের বাজারে শুল্কমুক্ত প্রবেশাধিকার পাবে৷ জুন-জুলাইয়ে ভুটানে ফুলকপি, বাঁধাকপি, টমেটো, সিম ও অন্যান্য সবজি উৎপন্ন হয়৷ কিন্তু একই সময়ে বাংলাদেশে তাপমাত্রা বেশি হওয়ায় এবং প্রবল বর্ষণের কারণে কৃষকরা এসব সবজি উৎপাদন করতে পারেন না৷ তাই আমদানির এই সিদ্ধান্ত৷

গ্রন্থনা: আরাফাতুল ইসলাম

সম্পাদনা: সুপ্রিয় বন্দোপাধ্যায়

সংশ্লিষ্ট বিষয়