1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

মিয়ানমার সেনাবাহিনীর বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের ঘোষণা

২৪ অক্টোবর ২০১৭

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলারসন গত সপ্তাহে রাখাইনে রোহিঙ্গাদের উপর নির্যাতনের জন্য মিয়ানমারের সেনাবাহিনীকে দায়ী করেছিলেন৷ এবার তাদের বিরুদ্ধে নেয়া কিছু সিদ্ধান্তের ঘোষণা দিল যুক্তরাষ্ট্র৷

https://p.dw.com/p/2mO3Z
ছবি: Reuters/D. Balibouse

এবার মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র হিদার নাওয়ার্ট সোমবার এই ঘোষণা দেন৷ ফলে এখন থেকে রাখাইনে সামরিক অভিযানের সঙ্গে যুক্ত মিয়ানমার সেনাবাহিনীর কোনো সদস্যমার্কিন সহায়তা কর্মসূচিতে অংশ নিতে পারবেন না৷ এছাড়া মিয়ানমার সামরিক বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের মধ্যে যাঁরা ইতিমধ্যে যুক্তরাষ্ট্রে বিভিন্ন অনুষ্ঠানে অংশ নেয়ার আমন্ত্রণ পেয়েছিলেন, সোমবার সেগুলো বাতিলের ঘোষণা দেয়া হয়েছে৷

মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, তারা ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তাদের সম্পত্তি বাজেয়াপ্ত করারও পরিকল্পনা করছেন৷

এর আগে যুক্তরাষ্ট্র মিয়ানমার সেনাবাহিনীর সঙ্গে কর্মকাণ্ড সীমিত করার ঘোষণা দিয়েছিল৷

৩৪০ মিলিয়ন ডলারের অঙ্গীকার

জাতিসংঘের উদ্যোগে সোমবার জেনেভায় রোহিঙ্গা সম্মেলন অনুষ্ঠিত হয়েছে৷ এতে বিভিন্ন দেশ রোহিঙ্গাদের আর্থিক সহায়তা দেয়ার অঙ্গীকার করেছে৷ সব মিলিয়ে এখন পর্যন্ত ৩৪৪ মিলিয়ন ডলারের বেশি অঙ্গীকার পাওয়া গেছে বলে জানিয়েছে জাতিসংঘ৷ অবশ্য জাতিসংঘের চায় ৪৩৪ মিলিয়ন ডলার৷ রোহিঙ্গাদের দেখাশুনা করতে আগামী ছয় মাসের জন্য এই অর্থ প্রয়োজন বলে আগেই জানিয়েছিল জাতিসংঘ৷ সোমবারের সম্মেলনে ইউরোপীয় ইউনিয়ন ৩০ মিলিয়ন ইউরো, সৌদি আরব ২০ মিলিয়ন ডলার, কুয়েত ১৫ মিলিয়ন ডলার, অস্ট্রেলিয়া ১০ মিলিয়ন অস্ট্রেলিয়ান ডলার ও ব্রিটেন ১২ মিলিয়ন পাউন্ড দেয়ার অঙ্গীকার করেছে৷

ক্যানাডার বিশেষ দূত নিয়োগ

দেশটির প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো সোমবার মিয়ানমারের জন্য একজন বিশেষ দূত নিয়োগ দিয়েছেন৷ দূতের কাজ হবে রোহিঙ্গা সংকট সমাধানে মিয়ানমার নেতৃবৃন্দের উপর চাপ প্রয়োগ করা৷ সাবেক অভিজ্ঞ সাংসদ বব রে বিশেষ দূতের কাজ করবেন৷ ট্রুডোর আগে তাঁর দলের প্রধানের দায়িত্ব পালন করেছিলেন বব রে৷ রোহিঙ্গা সংকটে নিপীড়নের শিকার হওয়াদের কীভাবে আরও ভালোভাবে সহায়তা দেয়া যায় সে ব্যাপারে ট্রুডোকে পরামর্শ দেবেন বব রে৷  রাখাইনে রোহিঙ্গা মুসলিমদের উপরনির্যাতনের ঘটনায় ট্রুডো গভীর উদ্বেগ প্রকাশ করেছেন৷

জেডএইচ/এসিবি (ডিপিএ, এএফপি, রয়টার্স)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য