1. Inhalt
  2. Navigation
  3. Weitere Inhalte
  4. Metanavigation
  5. Suche
  6. Choose from 30 Languages

বিশ্ব

মিউনিখ শহরে হামলা, পরিস্থিতি অস্পষ্ট

মিউনিখ শহরে এক সম্ভাব্য সন্ত্রাসী হামলার খবর পাওয়া যাচ্ছে৷ তবে পরিস্থিতি সম্পর্কে এখনো স্পষ্ট খবর পাওয়া যাচ্ছে না৷ ৮ জন নিহত হয়েছে বলে পুলিশ জানিয়েছে৷ ৩ জন হামলাকারী পলাতক।

জার্মানির বাভেরিয়া রাজ্যের রাজধানী মিউনিখ শহরে অলিম্পিক স্টেডিয়ামের কাছে এক শপিং মল-এ হামলার খবর পাওয়া গেছে৷ কিন্তু আততায়ীর সংখ্যা বা অবস্থান, হতাহতের সংখ্যা ইত্যাদি কোনো বিষয় স্পষ্ট নয়৷ তবে কর্তৃপক্ষ শহরের পরিবহণ ব্যবস্থা বন্ধ করে দিয়েছে৷ ফলে পলাতক মানুষের খোঁজ চলছে বলে অনুমান করা হচ্ছে৷ পুলিশ সাধারণ মানুষকে বাড়ি থেকে না বেরোনোর পরামর্শ দিয়েছে৷ পথেঘাটে আটকে পড়া মানুষকে আশ্রয় দিতে শুরু হয়েছে এক স্বতঃস্ফূর্ত উদ্যোগ৷

ইন্টারনেট ও সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা গুজব ও অসমর্থিত সূত্রের খবর পাওয়া যাচ্ছে৷ বেশ কয়েকটি ছবি বা ভিডিও ভুয়া বলে পরে জানা গেছে৷

পুলিশের এক মুখপাত্র জানিয়েছেন, এই ঘটনায় ৮ জন নিহত হয়েছে ও সম্ভবত ৩ জন হামলাকারী পলাতক৷ গুজবে কান না দেবার আবেদন জানিয়েছে পুলিশ৷

এসবি/এপিবি

নির্বাচিত প্রতিবেদন

সংশ্লিষ্ট বিষয়