1. Inhalt
  2. Navigation
  3. Weitere Inhalte
  4. Metanavigation
  5. Suche
  6. Choose from 30 Languages

সমাজ সংস্কৃতি

মালয়েশিয়ায় প্রথম সমকামী নির্ভর ছবির মুক্তি

মালয়েশিয়ায় সমকামিতা অবৈধ এবং এর শাস্তি সর্বোচ্চ ২০ বছর৷ কোনো গণমাধ্যমে সমকামিতা বিষয়ে ইতিবাচক তথ্য প্রকাশ হলেও সেটা অপরাধ বলে গণ্য হয়৷ এর জন্য জরিমানা হতে পারে বাংলাদেশি টাকায় প্রায় সাড়ে ১২ লক্ষ টাকা৷

default

যে দেশের অবস্থা এমন সেখানেই মুক্তি পেয়েছে সমকামিতা নির্ভর একটি ছবি৷ আর মাত্র পাঁচ দিনেই সেটা আয় করে ফেলে প্রায় দুই কোটি ৪০ লক্ষ্য টাকা৷ অর্থাৎ বক্স অফিস হিট৷

কিন্তু বেঁকে বসেছেন দেশটির বিরোধী রক্ষণশীল একটি দলের এক সাংসদ৷ তিনি ছবিটি নিষিদ্ধ করার দাবি জানিয়েছেন৷

ছবিটির নাম ‘ডালাম বোটল' মানে বোতলের ভিতর৷ কাহিনীটা এরকম - একজন সমকামী পুরুষ তার ভালবাসার মানুষটির জন্য লিঙ্গ পরিবর্তন করতে চায়৷ পরে অবশ্য সে মত পরিবর্তন করে৷ এবং ফিল্মের শেষে দেখা যায় সে একটি মেয়ের প্রেমে পড়ে৷

ছবির পরিচালক রাজা আজমি রাজা সুলাইমান বলছেন ফিল্মে তিনি সমকামিতার নেতিবাচক দিকটিই দেখাতে চেয়েছেন৷

কিন্তু রাজনৈতিক ঐ নেতার দাবি, ছবিতে সমকামী জীবন সম্পর্কে অনেক কিছু দেখানো হয়েছে যেটা ঠিক নয়৷ তিনি বলেন এই বিষয় ছাড়াও আরও অনেক ব্যাপার আছে যেটা নিয়ে ছবি হতে পারে৷ যেমন মাদক নেয়া৷

প্রতিবেদন: জাহিদুল হক

সম্পাদনা: ফাহমিদা সুলতানা