1. Inhalt
  2. Navigation
  3. Weitere Inhalte
  4. Metanavigation
  5. Suche
  6. Choose from 30 Languages

বিশ্ব

মার্কিন সফরে ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু

পূর্ব জেরুসালেমে বসতি সম্প্রসারণে এখনো নিজের অবস্থানে অনড় রয়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনইয়ামিন নেতানিয়াহু৷ জানিয়েছেন, বসতি সম্প্রসারণ বন্ধ হবে না৷ আর তাঁর এই অবস্থানের কড়া সমালোচনা করেছে ইউরোপীয় ইউনিয়ন৷

default

মার্কিন ভাইস প্রেসিডেন্ট জো বাইডেন এর সঙ্গে ইসরায়েলি প্রেসিডেন্ট নেতানিয়াহু

সোমবার থেকে তিন দিনের মার্কিন যুক্তরাষ্ট্র সফর শুরু করেছেন ইসরায়েলের প্রধান মন্ত্রী বেনইয়ামিন নেতানিয়াহু৷ এই সফরে তিনি মধ্যপ্রাচ্য শান্তি প্রক্রিয়া প্রসঙ্গে কথা বলবেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামাসহ শীর্ষ নেতাদের সঙ্গে৷ বৈঠক করবেন যুক্তরাষ্ট্রে ইসরায়েলি লবি গ্রুপের সঙ্গেও৷

অবশ্য আসন্ন এসব আলোচনা কতটা ফল বয়ে আনবে তা নিয়ে সন্দিহান অনেকেই৷ কারণ নেতানিয়াহু'র অবস্থান এখন পর্যন্ত একই৷ দুই সপ্তাহ আগে তাঁর পূর্ব জেরুসালেমে বসতি সম্প্রসারণের ঘোষিত পরিকল্পনা থেকে তিনি সরে আসেননি এক বিন্দুও৷ বরং রবিবারও তিনি জানিয়ে দেন, বসতি সম্প্রসারণ বন্ধ হবে না৷ এই প্রসঙ্গে ইসরায়েলি পার্লামেন্টের স্পিকার, লিকুদ জোটের সাংসদ রুবি রিলভিন বলেন, প্রধানমন্ত্রীকে আমি অভিনন্দন জানাতে চাই, মন্ত্রীদের অবস্থানকে শক্ত করতে চাই৷ আপনাদের আমি জানিয়ে দিতে চাই, কতগুলো জিনিস আছে যেগুলো বিশ্বের সামনে আমাদের খোলাখুলি বলতেই হবে৷ এবং তা হল - জেরুসালেম কোন রকমের আলাপ আলোচনার অংশ হবে না৷

মার্কিন পররাষ্ট্র মন্ত্রী হিলারী ক্লিন্টন সোমবার শান্তি প্রক্রিয়ায় অংশ নিতে কঠিন কিন্তু প্রয়োজনীয় উপায়গুলো নির্ধারণে ইসরায়েল প্রতি আহ্বান জানিয়েছেন৷ একইসঙ্গে তিনি ইসরায়েলের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের সমর্থন অটুট থাকবে বলেও মত দিয়েছেন৷ সোমবার হিলারীর সঙ্গে নেতানিয়াহুর বৈঠকের কথা রয়েছে৷

এদিকে, পূর্ব জেরসালেমে বসতি সম্প্রসারণে নেতানিয়াহু'র রবিবারের বক্তব্যের সমালোচনা করেছে ইউরোপীয় ইউনিয়ন৷ জানিয়েছে, এটি আন্তর্জাতিক শান্তি উদ্যোগে বাধার সামিল৷ বিষয়টি নিয়ে ইইউ সভাপতি দেশ স্পেনের পররাষ্ট্র মন্ত্রী মিগেল আঙ্কেল মোরাতিনস বলেছেন, আমরা সকল ধরণের বসতি নির্মাণ কর্মকান্ড বন্ধের অনুরোধ করছি৷ এবং আমরা এই নীতি নিয়েই এগিয়ে যাব৷

এখানে উল্লেখ করা প্রয়োজন, পূর্ব জেরুসালেম ইস্যুতে প্যালেস্টাইনের সঙ্গে শান্তি আলোচনার পথে একটি বড় বাধা হচ্ছে ইসরায়েলের বসতি সম্প্রসারণের ঘোষণা৷ মধ্যপ্রাচ্য শান্তি উদ্যোগের চর্তুপক্ষীয় জোট তথা মার্কিন যুক্তরাষ্ট্র, জাতিসংঘ, ইউরোপীয় ইউনিয়ন এবং রাশিয়াও চায় ইসায়েল সেখানে বসতি সম্প্রসারণ উদ্যোগ বন্ধ রাখুক৷ কিন্তু ইসরায়েল তাতে কোনভাবেই রাজি হচ্ছে না৷

অবশ্য এতসবের মাঝেও আশাবাদী মধ্যপ্রাচ্য বিষয়ক বিশেষ মার্কিন দূত জর্জ মিচেল৷ সোমবার তিনি দেখা করেছেন প্যালেস্টাইনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস-এর সঙ্গে৷ জানিয়েছেন, ভেঙে পড়া পরোক্ষ শান্তি আলোচনা পুনরায় শুরুর বিষয়টি নিয়ে ইতিবাচক আলোচনা হয়েছে৷

প্রসঙ্গত, পূর্ব জেরুসালেমে বসতি নির্মাণের ইসরায়েলি ঘোষণার পর থেকেই সংশ্লিষ্ট এলাকায় বিক্ষিপ্তভাবে প্রতিবাদ বিক্ষোভ করছে ফিলিস্তিনিরা৷ রবিবারও সেখানে ইসরায়েলী বাহিনীর গুলিতে প্রাণ হারায় দুই তরুণ৷

প্রতিবেদক: আরাফাতুল ইসলাম

সম্পাদনা: আব্দুল্লাহ আল-ফারূক

সংশ্লিষ্ট বিষয়