1. Inhalt
  2. Navigation
  3. Weitere Inhalte
  4. Metanavigation
  5. Suche
  6. Choose from 30 Languages

সমাজ সংস্কৃতি

মা’দের জন্য সুখী জায়গা নয় ভারত

মা দিবসে ভারতের সন্তানদের জন্য দুঃসংবাদ৷ দেশটিতে নাকি মায়েদের অবস্থা ভালো নয়৷ বিশেষত মায়েদের স্বাস্থ্য সুরক্ষা ব্যবস্থা বেশ দুর্বল ভারতে৷ শুধু তাই নয়, দেশটিতে মায়েদের অবস্থা নাকি আফ্রিকার অনেক দেশের চেয়েও খারাপ৷

default

শিশু অধিকার বিষয়ক সংগঠন ‘সেভ দ্যা চিলড্রেন' প্রকাশ করেছে এই তথ্য৷ সেখানে মধ্য আয়ের ৭৭টি দেশের মধ্যে মায়েদের অবস্থানের দিক দিয়ে ভারতের জায়গা ৭৩ নম্বরে৷ সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হচ্ছে, ভারতের এই অবস্থান সংঘাতপূর্ণ আফ্রিকার কেনিয়া এবং কঙ্গোরও নিচে৷

‘সেভ দ্যা চিলড্রেন' এর মতে, ভারতের মাদের এই দুরবস্থার মূল কারণ দেশটিতে উপযুক্ত প্রশিক্ষণপ্রাপ্ত স্বাস্থ্য কর্মীর অভাব৷ বিশেষ করে, বিশেষ করে ভারতে স্বল্পোন্নত ছোট শহর এবং প্রত্যন্ত গ্রামগুলোতে চিকিৎসা পরিষেবা খুব একটা ভালো নয়৷ আর তাই ২০০৮ সালেও দেখা গেছে, ভারতে শিশুমৃত্যুর হার প্রতি ১,০০০ এ ৬৮টি৷ অন্যদিকে, মায়েদের প্রসবকালীন মৃত্যুর হার এক লক্ষে ২৫৪ জন৷

এদিকে সংস্থাটির তালিকায় মায়েদের জন্য বিশ্বের সবচেয়ে সুবিধাজনক দেশ হিসেবে উঠে এসেছে সুইডেনের নাম৷ এরপর রয়েছে কিউবা, ইসরায়েল, আর্জেন্টিনা, বারবাডোস, দক্ষিণ কোরিয়া, সাইপ্রাস, উরুগুয়ে, কাজাকস্তান আর বাহামা'র নাম৷ তবে সবার নিচে জায়গা করে নিয়েছে আফগানিস্তান৷

‘সেভ দ্যা চিলড্রেন' বিভিন্ন ক্যাটাগরিতে মোট ১৬৬ টি দেশকে স্থান দিয়েছে এই তালিকায়৷ সেখানে স্বল্পোন্নত ৪০টি দেশের মায়েদের মধ্যে বাংলাদেশের অবস্থান ১৪৷

প্রতিবেদক: আরাফাতুল ইসলাম

সম্পাদনা: সঞ্জীব বর্মন

সংশ্লিষ্ট বিষয়