1. Inhalt
  2. Navigation
  3. Weitere Inhalte
  4. Metanavigation
  5. Suche
  6. Choose from 30 Languages

খেলাধুলা

ভ্যাঙ্কুভারে সোনা জিতে চমকে দিলেন জার্মানির ভিক্টোরিয়া

স্কিয়িং-এ মহিলাদের জায়ান্ট স্লালোম - এ সোনা জিতে চমক সৃষ্টি করেছেন জার্মানির ভিক্টোরিয়া৷ নরওয়ের স্কিয়িং চ্যাম্পিয়ন মারিট জিতলেন তিন নম্বর সোনা৷ সোনার পদক জয়ে জার্মানি এখন শীর্ষে৷

default

সোনা জয়ের উল্লাস ভিক্টোরিয়ার

ভ্যাঙ্কুভারে চলতি শীত অলিম্পিকের তেরোতম দিনটা অবশ্যই শুভ জার্মানির জন্যই শুধু নয়, শুভ ভিক্টোরিয়া রেবেনসবুর্গের জন্যও৷ স্কিয়িং-এ মহিলাদের জায়ান্ট স্লালোম - এ সোনা জিতে নিজেই বিস্মিত ভিক্টোরিয়া৷ খারাপ আবহাওয়ার জন্য প্রতিযোগিতার গতি ছিল ধীর৷ চারদিকে প্রবল কুয়াশার মধ্যেও নিজের লক্ষ্যে অবিচল ভিক্টেরিয়া সেরা পারফরম্যান্স দেখিয়েছেন বৃহস্পতিবার ভ্যাঙ্কুভারে৷ বিশ্বচ্যাম্পিয়ন সার্কিটে এই প্রথম কোন পদক জয়ের পর ভিক্টোরিয়া বলেছেন, ব্যাপারটার সঙ্গে ধাতস্থ হতে আমার কয়েকদিন সময় লেগে যাবে৷

ওদিকে নরওয়ের ক্রস কাউন্টি স্কিয়িং চ্যাম্পিয়ন মারিট বোয়ের্গেন এই নিয়ে তিনটি সোনা তাঁর ঝুলিতে পুরে ফেললেন এই অলিম্পিকের আসরে৷ মহিলাদের ক্রস কাউন্টি

Vancouver 2010

মহিলাদের স্কিয়িং প্রতিযোগিতার একটি মুহূর্ত

স্কিয়িং-এর ফাইনাল পর্যায়ে স্কি করতে নেমেই বৃহস্পতিবার মারিট বুঝে যান, দিনের সেরা হতে চলেছেন তিনিই৷ পদক জয়ের পর সাংবাদিকদের মারিট বলেন, আবহাওয়ার গতিপ্রকৃতি আর নিজের ফিটনেস অনুধাবন করে বুঝতে পারছিলাম, নরওয়ের পতাকা আবার শীর্ষেই উড়বে৷

তবে ভিক্টোরিয়া রেগেনসবুর্গের বৃহস্পতিবারের সোনা জয়ের পর মোট আটটা সোনা জিতে নিয়ে জার্মানি কিন্তু এই মুহূর্তে এই অলিম্পিকের স্বর্ণপদক তালিকার শীর্ষে চলে গেছে৷ সাতটি স্বর্ণপদকের দখলদার দুই নম্বর স্থানে রয়েছে একসঙ্গে যুক্তরাষ্ট্র, ক্যানাডা আর নরওয়ে৷ যদিও এই তালিকার শীর্ষে জার্মানি কতক্ষণ থাকবে সেটা প্রশ্নের বিযয়৷ কারণ এখনও তিনদিন বাকি অলিম্পিক শেষ হতে৷ আর এর মধ্যে ক্যানাডা আর যুক্তরাষ্ট্র বেশ কয়েকটি প্রতিযোগিতার দিকে যথেষ্ট আশা নিয়ে তাকিয়ে রয়েছে৷ তার মধ্যে ফিগার স্কেটিং আর আইস হকি অবশ্যই উল্লেখযোগ্য৷

প্রতিবেদন- সুপ্রিয় বন্দ্যোপাধ্যায়

সম্পাদনা - হোসাইন আব্দুল হাই

সংশ্লিষ্ট বিষয়