1. Inhalt
  2. Navigation
  3. Weitere Inhalte
  4. Metanavigation
  5. Suche
  6. Choose from 30 Languages

বিশ্ব

ভোলার উপনির্বাচনের ফলাফল প্রত্যাখ্যান

ভোলায় নির্বাচনের বেসরকারি ফলাফলে জয়ী হয়েছেন আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী৷ অন্যদিকে, বিরোধীদের দাবি নির্বাচনে ব্যাপক কারচুপি হয়েছে৷ এদিকে বাংলাদেশের সুনামগঞ্জকে দুর্গত এলাকা ঘোষণার দাবি এসেছে৷

default

ভোলার উপনির্বাচনের আওয়ামী লীগ প্রার্থী জয়ী

নির্বাচন নিয়ে পাল্টাপাল্টি অবস্থান

রবিবারের সংবাদপত্রগুলোর নজর মূলত ভোলার উপনির্বাচনের দিকে৷ গত কয়েকদিন ধরে এই নির্বাচন বেশ আলোচনায় আছে৷ দৈনিক ইত্তেফাকের শিরোনাম, ‘‘শাওন বিপুল ভোটে জয়ী''৷ শাওন মানে নুরুন্নবী চৌধুরী আওয়ামী লীগের প্রার্থী হিসেবে এই নির্বাচনে অংশ নেন৷ প্রায় ৫৫ হাজার ভোটের ব্যবধানে জিতেছেন তিনি৷

অন্যদিকে, বিরোধী দল বিএনপি এই নির্বাচনে কারচুপির অভিযোগ এনেছে৷ দৈনিক সমকালের শিরোনাম, ‘‘নির্বাচন প্রত্যাখ্যান করল বিএনপি৷'' এই নির্বাচন বাতিল করে নতুন তফসিল ঘোষণার দাবি দলটির৷ শুধু তাই নয়, প্রধান নির্বাচন কমিশনার সহ দুই নির্বাচন কমিশনারের পদত্যাগ দাবি করেছে বিএনপি৷

দৈনিক প্রথম আলোসহ প্রায় সকল পত্রিকাই শিরোনাম করেছে ভোলার নির্বাচনের খবর৷

সুনামগঞ্জ দুর্গত এলাকা

সুনামগঞ্জকে দুর্গত এলাকা ঘোষণার দাবি করেছে স্থানীয় জনপ্রতিনিধিরা৷ বিডিনিউজ টোয়েন্টিফোর ডট কম জানিয়েছে এই খবর৷ সুনামগঞ্জ জেলার বোরো ফসল নাকি এবার পানির নিচে তলিয়ে গেছে৷ তাই একরকম নিঃস্ব কৃষকরা৷ আর এই কারণে কৃষকদের কৃষিঋণ মওকুফেরও দাবি করেছে জনপ্রতিনিধিরা৷

আলোচনায় পুলিশ

দৈনিক যুগান্তরের শিরোনাম, ‘‘মানুষ পুলিশের সহযোগিতা চাইতে ভয় পায়''৷ রংপুরে এক অনুষ্ঠানে বক্তারা জানিয়েছেন, পুলিশ এখনো জনগণের বন্ধু হতে পারেনি৷ অনেক মানুষ নাকি থানায় এসে পুলিশের সহযোগিতা চাইতেও ভয় পায়৷ আর তাই পুলিশকে জনগণের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন বক্তারা৷

ইটভাটায় সুন্দরী কাঠ

খবরের কি শেষ আছে৷ দৈনিক কালের কন্ঠ জানাচ্ছে, সুন্দরী গাছ কেটে সুন্দরবন উজাড় করছে বনখেকোরা৷ অত্যন্ত দামি এই কাঠ চোরাপথে সহজলভ্য হওয়ায় দক্ষিণাঞ্চলের বিভিন্ন ইটভাটাতে জ্বালানি হিসেবে ব্যবহার করা হচ্ছে৷ অবশ্য, সুন্দরী কাঠের এহেন ব্যবহার ঠেকাতে অভিযানও নাকি চলছে সেখানে, জানিয়েছে কালের কন্ঠ৷

গ্রন্থনা: আরাফাতুল ইসলাম

সম্পাদনা: সুপ্রিয় বন্দোপাধ্যায়

সংশ্লিষ্ট বিষয়