1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বাংলাদেশ-ভারত টেস্ট

৯ ফেব্রুয়ারি ২০১৭

সকালের শুরু দেখে সব সময় দিনটা কেমন যাবে বোঝা যায় না৷যদি যেতো, তাহলে, ভারতে নিজেদের প্রথম টেস্টের প্রথম দিনটা এভাবে শেষ করত না বাংলাদেশ৷ দিনের প্রথম ওভারেই উইকেট, অথচ দিন শেষে ভারত ৩ উইকেটে ৩৫৬ রান৷ ভাবা যায়!

https://p.dw.com/p/2XFPI
Symbolbild Cricket Ball Schläger und Handschuh
ছবি: Fotolia/S.White

টসভাগ্যে বিরাট কোহলি হাসলেও টাইগারদের মুখে অনেক বিরাট হাসি দেখা গিয়েছিল দিনের শুরুতেই৷ ম্যাচ এবং নিজের প্রথম ওভারের চতুর্থ বলেই কে এল রাহুলকে বোল্ড করে দেন তাসকিন৷ ১ উইকেটে ২ রান৷ সেখান থেকে মুরালি বিজয় (১০৮) আর অধিনায়ক কোহলির (১১১*) সেঞ্চুরি এবং চেতেশ্বর পুজারার ফিফটির (৮৩) সহায়তায় দিন শেষে ভারতের স্কোর ৩ উইকেটে ৩৫৬৷ সকালে তাসকিনের সাফল্যের সঙ্গী হয়ে আরো কয়েকটি সাফল্য যদি আসতো, তাহলে কি রানের পাহাড়ের এমন মজবুত ভিত্তি গড়তে পারতো কোহলির দল? সাকিব আর মাহমুদুল্লাহর হাতের পাশ দিয়ে বল গলিয়ে না গিয়ে যদি ক্যাচ হতো? যদি রাব্বির বাজে থ্রো থেকে মিরাজ বলটা শুধু ধরে উইকেটে লাগিয়ে দিয়ে মুরালি বিজয়কে রান আউট করতে পারতেন?

অবশ্য এখন এসবের চেয়ে বড় প্রশ্ন- দ্বিতীয় দিনটা কেমন যাবে বাংলাদেশের? একটা কথা বলা যেতেই পারে- এখনো ঘুরে দাঁড়ানোর সময় আছে৷ তবে ১১১ রানে অপরাজিত থেকে দিন শেষ করা কোহলির ইনিংস শেষ করতে যত দেরি হবে, ঘুরে দাঁড়ানোর সম্ভাবনা তত দূরে সরে যাবে৷

এসিবি/জেডএইচ (ক্রিকইনফো)