দাবানলের শিকার
সাম্প্রতিক সময়ে ইন্দোনেশিয়ার বনাঞ্চলগুলোতে দাবানলের সংখ্যা বেড়ে গেছে৷ ফলে সেখানকার পরিবেশ প্রায়ই কুয়াশাচ্ছন্ন থাকছে৷ ‘বোর্নিও ওরাংউটান সার্ভাইভ্যাল ফাউন্ডেশন’ (বিওএসএফ) বলছে, বিরূপ পরিবেশের কারণে অন্তত ১৬টি শিশু ওরাংউটানের স্বাস্থ্যগত সমস্যা দেখা দিয়েছে৷ তবে কতটি ওরাংউটান মারা গেছে সেই সংখ্যা জানাতে পারেনি সংস্থাটি৷