1. Inhalt
  2. Navigation
  3. Weitere Inhalte
  4. Metanavigation
  5. Suche
  6. Choose from 30 Languages

খেলাধুলা

‘বেকহ্যাম বুড়ো হয়ে গেছেন': কাপেলো

বয়স মাত্র ৩৫, কিন্তু ফুটবলের জগতে তা কম নয়৷ ফলে এবার খেলার মাঠ থেকে ডেভিড বেকহ্যাম'এর বিদায় নেওয়ার সময় ঘনিয়ে আসছে৷

default

বয়সের কারণে তারকা এই ফুটবলারের বিদায় আসন্ন

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলের কোচ ফাবিও কাপেলো স্পষ্ট ইঙ্গিত দিলেন৷ আন্তর্জাতিক মঞ্চে ডেভিড বেকহ্যাম'এর খেলা শেষ হয়ে আসছে৷ চলতি বছরের শেষ দিকে ওয়েম্বলি স্টেডিয়ামে ঘটা করে তাঁকে বিদায় জানানোর আয়োজনও চলছে৷ সম্ভবত নভেম্বর মাসে ফ্রান্সের বিরুদ্ধে এই প্রদর্শনী ম্যাচ অনুষ্ঠিত হবে৷ কাপেলো এবার টিমের সাফল্যের খাতিরে তরুণ খেলোয়াড়দের প্রতি মনোযোগ দিতে চান৷

এক টেলিভিশন সাক্ষাৎকারে কাপেলো বলেন, ‘‘ইংল্যান্ড জাতীয় দলে খেলার জন্য বেকহ্যাম সম্ভবত বেশ বুড়ো হয়ে গেছেন৷'' সেইসঙ্গে তিনি বেকহ্যাম'এর উদ্দেশ্যে বলেন, ‘‘থ্যাঙ্ক ইউ ডেভিড''৷ টেলিভিশনে এমন মন্তব্য করলেও কাপেলো সরাসরি বেকহ্যাম'কে একথা বলেছেন কি? এই প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘‘না, তবে বলবো৷'' তাঁর আশা, বেকহ্যাম বিষয়টিকে ভালভাবেই নিতে পারবেন – বিদায়ী ম্যাচে খেলে দর্শকদের কাছ থেকে আনুষ্ঠানিকভাবে বিদায় নেবেন৷

David Beckham

আহত অবস্থায় দক্ষিণ আফ্রিকায় এসেছিলেন বেকহ্যাম – কিন্তু মাঠে নামতে পারেন নি

বেকহ্যাম'এর এই বিদায়ের ইঙ্গিত আগেই পাওয়া যাচ্ছিলো৷ দক্ষিণ আফ্রিকায় বিশ্বকাপ ফুটবলের আসরে ইংল্যান্ড যতক্ষণ টিকে ছিলো, বেকহ্যামকে পেছনের সারিতে দেখা গেছে৷ আহত থাকায় তিনি খেলতে পারেন নি৷ গত বছরের অক্টোবর মাসে বেলারুশের বিরুদ্ধে তিনি শেষ বারের মতো ইংল্যান্ডের হয়ে মাঠে নেমেছিলেন৷ বেকহ্যাম অবশ্য জানিয়ে দিয়েছেন, যে তিনি নিজে জাতীয় দল থেকে কখনো অবসর নেবেন না৷ যখনই প্রয়োজন হবে, তখনই দেশের হয়ে খেলতে প্রস্তুত তিনি৷

প্রতিবেদন: সঞ্জীব বর্মন
সম্পাদনা: জাহিদুল হক

ইন্টারনেট লিংক