1. Inhalt
  2. Navigation
  3. Weitere Inhalte
  4. Metanavigation
  5. Suche
  6. Choose from 30 Languages

সমাজ সংস্কৃতি

বিয়ে করলেন মনীষা কৈরালা

বলিউড থেকে বেশ কিছুকাল আগে বিদায় নিলেও মনীষা কৈরালাকে কে না মনে রেখেছে? শুক্রবার কাঠমান্ডুতে তিনি নেপালী ব্যবসায়ী সম্রাট দাহালকে বিয়ে করলেন৷

default

নেপালের এক স্বনামধন্য পরিবার থেকে বলিউডে এসে বিপুল সাফল্য পেয়েছিলেন মনীষা কৈরালা৷ নব্বইয়ের দশকে অসংখ্য ছবিতে অভিনয় করে তিনি কোটি কোটি মানুষের মন জয় করেছিলেন৷ ভারতের বেনারস শহরেই জীবনের অনেকটা সময় কাটিয়েছেন মনীষা৷ প্রাথমিক স্কুল পর্ব সেখানেই সারেন৷ তারপর উচ্চশিক্ষার জন্য দিল্লি৷

শুক্রবার থেকে শুরু করে তিন দিন ধরে হিন্দু শাস্ত্র মতে অসংখ্য আচার-অনুষ্ঠানের মধ্য দিয়ে বিবাহের অনুষ্ঠান সম্পন্ন হচ্ছে৷ ৪০ বছর বয়স্ক মণীষার বর সম্রাট দাহালের বয়স প্রায় ৭ বছর কম৷ গত প্রায় এক বছর ধরে তাঁদের দেখা সাক্ষাৎ হয়েছে৷ এর আগে নাকি দু-দুবার বিয়ের কাছাকাছি এসেও শেষ পর্যন্ত পিছিয়ে এসেছেন মনীষা৷ প্রথমে নেপালে অস্ট্রেলিয়ার প্রাক্তন রাষ্ট্রদূত ক্রিস্পিন কনরয় এবং তারপর মার্কিন অভিনেতা ক্রিস্টোফর ডরিস'এর সঙ্গে বিয়ে প্রায় পাকাপাকি হয়ে গিয়েছিলো বলে সংবাদ-মাধ্যমে খবর ছড়িয়ে পড়েছিলো৷ এযাত্রা অবশ্য সবকিছু বেশ মসৃণভাবেই এগোচ্ছে৷

প্রতিবেদন: সঞ্জীব বর্মন

সম্পাদনা: অরুণ শঙ্কর চৌধুরী

সংশ্লিষ্ট বিষয়