1. Inhalt
  2. Navigation
  3. Weitere Inhalte
  4. Metanavigation
  5. Suche
  6. Choose from 30 Languages

বিশ্ব

বিরোধী দল বিএনপির সাংসদরা সংসদে ফিরতে চান

সংসদে ফেরার ব্যাপারে দলীয় হাইকমান্ডের নির্দেশের অপেক্ষায় রয়েছেন বিএনপি সাংসদরা৷ আওয়ামী লীগ বলেছে, সদস্যপদ রাখতে হলে তাদের সংসদে ফিরতেই হবে৷ সংসদে ফেরা ছাড়া কোন পথ খোলা নাই৷

default

সংসদে ফিরতে চান বিএনপির সাংসদরা

বাংলাদেশ জাতীয় সংসদের কার্যপ্রণালী বিধির বাধ্যবাধকতা আছে ৯০ দিনের৷ টানা ৯০ দিন সংসদে অনুপস্থিত থাকলে সদস্য পদ বাতিল হয়৷ আর বিরোধী দল বিএনপির সংসদ সদস্যরা সংসদে নেই কম বেশি ৫০ দিন৷ বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমেদ এমপি মনে করেন, সদস্যপদ রক্ষার জন্য শেষ মূহুর্তে সংসদে গেলে সাধারণ মানুষ ভাল চোখে দেখবেনা৷ তাই আগেই সংসদে গিয়ে কার্যকর ভূমিকা পালনের পক্ষে তিনি৷ তবে এজন্য দলের শীর্য পর্যায়ের সিদ্ধান্ত প্রয়োজন৷

বিএনপির আরেক সাংসদ আশারাফ উদ্দিন নিজাম জানান, ৯০ দিনের বাধ্যবাধকতা কোন বিষয় নয়৷ তারা জনগণের কথা তুলে ধরতেই সংসদে যাওয়ার জন্য প্রস্তুত আছেন৷ এখন শুধু হাইকমান্ডের নির্দেশের অপেক্ষা৷

আওয়ামী লীগের প্রিসিডিয়াম সদস্য এ্যাডভোকেট ইউসুফ হোসেন হুমায়ুন বিরোধী দলের সংসদ সদস্যদের সংসদে ফেরার এই আগ্রহকে স্বাগত জানান৷ তবে তিনি ডয়চে ভেলেকে বলেন, সদস্যপদ রাখতে হলে তাদের সংসদে ফিরতেই হবে৷ অন্য কোন উপায় নেই৷

এদিকে বাংলাদেশ আওয়ামী লীগের আরেক প্রিসিডিয়াম সদস্য ওবায়দুল কাদের এমপি বিএনপিকে সোমবারের হরতাল প্রত্যাহারের আহ্বান জানিয়েছেন৷ তিনি বলেন, ক্রিকেট বিশ্বকাপের আগে এই হরতাল দেশের ভাবমূর্তি ক্ষুন্ন করবে৷

প্রতিবেদন: হারুন উর রশীদ স্বপন ডয়চে ভেলে, ঢাকা

সম্পাদনা: আব্দুল্লাহ আল-ফারূক