1. Inhalt
  2. Navigation
  3. Weitere Inhalte
  4. Metanavigation
  5. Suche
  6. Choose from 30 Languages

সমাজ সংস্কৃতি

‘বিগ বস’এর দায়িত্ব নিতে রাজি নন শাহরুখ

কথা ছিল ‘বিগ বস’এর চতুর্থ পর্ব উপস্থাপনা করবেন বলিউড বাদশাহ শাহরুখ খান৷ এই প্রস্তাব তাঁর কাছে পাঠানোও হয়েছিল৷ ভারতের টেলিভিশন চ্যানেলগুলোর অনুষ্ঠানমালায় ‘বিগ বস’ একটি জনপ্রিয় রিয়েলিটি শো৷

default

ব্রিটিশ বিগ ব্রাদারের আদলে তৈরি করা এই অনুষ্ঠানটি ইতিমধ্যে সেখানে বেশ সাড়া ফেলেছে৷

এরই আগামী পর্বে সঞ্চালক ও উপস্থাপকের জন্যই আযোজকরা দ্বারস্থ হয়েছিলেন শাহরুখের৷ একবার দুই বার নয় – তিন তিনবার তাঁর কাছে পাঠানো হয়েছিল প্রস্তাব৷ কিন্তু এত প্রস্তাবের পর যখন সাড়া মিলছিল না, মিলছিল না খবর, তখনই ভারতের একটি ট্যাবলয়েড পত্রিকা জানালো, শাহরুখ বিগ বস-৪ এ যোগ দিচ্ছেন না৷ তিনি স্পষ্টতঃ আয়োজকদের জানিয়েছেন, তাঁর পক্ষে এ আমন্ত্রণ রক্ষা করা সম্ভব নয়৷

কারণ কী? সেই উত্তরও মিলেছে৷ এই রিয়েলিটি শোতে প্রয়োজন প্রচুর সময়ের৷ এই সময়টুকু হাতে নেই এসআরকের৷ সে সময়টায় ডন-২ ছবির কাজে ব্যস্ত থাকবেন তিনি৷

কিন্তু নিন্দুকেরা বলছে ভিন্ন কথা৷ অমিতাভ বচ্চনের সঙ্গে নাকি সমঝোতা করতে চাইছেন শাহরুখ খান৷ আর সে কারণেই বিগ বস-এর সঞ্চালকের দায়িত্ব নিতে শাহরুখের অস্বীকৃতি৷

এর আগের পর্বের অর্থাৎ 'বিগ বস-৩' এর সঞ্চালনার দায়িত্বে ছিলেন অমিতাভ বচ্চন৷ তিনি এবার নেই৷ অবশ্য রাগ বা অন্য কোন কারণে নয়, বিগ বসের নিয়মই হলো প্রতি পর্বে নতুন উপস্থাপক৷ তাই নতুন পর্বে নেই বিগ বি৷

এরই মধ্যে খবর এসেছে যে চ্যানেলে 'বিগ বস' প্রচার হয় তারই প্রতিদ্বন্দ্বী চ্যানেলে, প্রচার হবে ‘কৌন বনেগা ক্রোড়পতি'৷ আর এতে উপস্থাপক অমিতাভ বচ্চন৷

নিন্দুকেরা বলছেন, শাহরুখকে দেয়া প্রস্তাবের আড়ালে ছিল অমিতাভের ‘কৌন বনেগা ক্রোড়পতি'র সঙ্গে টক্কর দেয়া৷ টক্কর-টক্কর খেলায় আর নাকি রাজী নন বলিউডের বাদশাহ! তাই অমিতাভের চেয়ে বেশি পারিশ্রমিক দেওয়ার কথা বলা হলেও শাহরুখ এ কাজ করতে রাজি হননি৷ তাই ধারণা করা হচ্ছে শাহরুখ অমিতাভের সঙ্গে দ্বন্দ্বের অবসান চাইছেন৷

তাহলে কে আসছেন নতুন পর্বের সঞ্চালক হিসাবে? আয়োজকরা চেষ্টা করছেন অক্ষয় কুমারকে পেতে৷ দেখা যাক এবার তিনি কি বলেন!

প্রতিবেদক: সাগর সরওয়ার

সম্পাদনা: সঞ্জীব বর্মন

ইন্টারনেট লিংক