1. Inhalt
  2. Navigation
  3. Weitere Inhalte
  4. Metanavigation
  5. Suche
  6. Choose from 30 Languages

বিশ্ব

বাড়ছে নগর দারিদ্র্য

জলবায়ু পরিবর্তনের প্রভাব ও নদী ভাঙনের কারণে ঢাকায় দরিদ্র্য জনগোষ্ঠী বাড়ছে৷ রাজধানীতে প্রতিদিন কমপক্ষে এক হাজার নতুন দরিদ্র্য মানুষ কাজের খোজে ভীড় করছেন৷ আর এই পরিস্থিতি ঠেকানো না গেলে ঢাকার জনজীবন বিপর্যস্ত হয়ে পড়বে৷

default

ঢাকা শহরে বাড়তে ভিখারির সংখ্যা

রাজধানী ঢাকার মোট জনসংখ্যার অর্ধেক দরিদ্র্যসীমার নীচে বাস করে৷ তবে এই সংখ্যা প্রতিদিনই বাড়ছে৷ রাজধানীর জনসংখ্যার সঙ্গে প্রতিদিনই কমপক্ষে ১ হাজার নতুন দরিদ্র্য মানুষ যোগ হচ্ছে৷ তারা বসবাস করছেন বস্তিতে অথবা খোলা জায়গায়৷ নগর বিশেষজ্ঞ এবং প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সালমা এ শফি ডয়চে ভেলেকে এ তথ্য জানিয়েছেন৷

তিনি জানান, জলবায়ু পরিবর্তনের প্রভাবের কারণে প্রাকৃতিক দুর্যোগ বেড়ে গেছে৷ এর সঙ্গে যুক্ত হয়েছে মৌসুমী অভাব এবং নদী ভাঙন৷ ফলে গ্রামের মানুষ কর্মসংস্থানের খোঁজে রাজধানী ঢাকায় ছুটে আসছেন৷ ঢাকায়ও তাদের জন্য কোন সুখের জীবন অপেক্ষা করছেনা৷ অধ্যাপক সালমা এ শফি এজন্য শুধু শহরে নয়, গ্রামেও কর্মসংস্থান বাড়ানোর পরামর্শ দিয়েছেন৷

অন্যদিকে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের পপুলেশন সায়েন্স বিভাগের অধ্যাপক ড. নুরুন্নবী চৌধুরী জানিয়েছেন, নগর দারিদ্র্য ঠেকানো না গেলে ঢাকার জনজীবন দুর্বিসহ হয়ে পড়বে৷ ঢাকা পরিণত হতে পারে বস্তির শহরে৷

প্রতিবেদক : হারুন উর রশীদ স্বপন, ঢাকা

সম্পাদনা : দেবারতি গুহ

সংশ্লিষ্ট বিষয়