1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বার্লিনে রবীন্দ্র চিত্রকলার প্রদর্শনী চলছে

২৭ জুলাই ২০১১

রবীন্দ্রনাথের জন্মসার্ধশতবর্ষ উপলক্ষ্যে রবীন্দ্র চিত্রকলার প্রদর্শনী চলছে বার্লিনে৷ এই প্রথম বড়ো আকারে রবীন্দ্র চিত্রকলা প্রদর্শিত বার্লিনে৷

https://p.dw.com/p/124Eh

নন্দলাল বসুর মতো শিল্পী রবীন্দ্রনাথের চিত্রকলা বুঝতেন না৷ রবীন্দ্র চিত্রকলার সমঝদারও ছিলেন না৷ এই আক্ষেপেই হয়তো রবীন্দ্রনাথ বলেছেন, আমার ছবি ইউরোপীয় দর্শকের জন্যে৷

কবির অভিমান কেন, আমাদের জানা৷ একজন কবি যখন ছবি আঁকেন, কবিতা ও ছবি মিলিয়ে হয়ে যায় ছবিতা৷ কবির কল্পনায় যে জগত, আর পাঁচজন শিল্পীর নয়, আলাদা৷

১৯২৮ সন থেকে রবীন্দ্রনাথ ছবি আঁকা শুরু করেন৷ ১২ বছরে ২০৮টি ছবি এঁকেছেন৷ মৃত্যু বছরে (১৯৪১) কোনো ছবি আঁকেন নি৷ তাঁর ছবিতে নানা রঙ৷ নানা আঙ্গিক৷ কালিতে-কলমে-পেন্সিলে-ব্রাশে-চারকোলে অঙ্কিত৷ নিসর্গ-প্রকৃতি, পশুপাখি, মানব-মানবীর ছবি৷ নিজেরও প্রতিকৃতি৷

রবীন্দ্রকাব্য-সাহিত্য নিশ্চয় বিষাদমাখা নয়৷ কিন্তু তাঁর ছবির নরনারী বিষণ্ণ-বিষাদে ক্লিষ্ট৷

২৭ মার্চ ১৯৩৫-এ ফ্যাসিস্ত মুসোলিনিকে নিয়ে যে কার্টুন আঁকেন, তাও বিষণ্ণতায় ভরপুর৷ ১ আষাঢ় ১৩৪২ সালে হুগলি জেলার চন্দননগরে বসে আঁকছেন মোহাম্মদ ইয়াসিনের প্রতিকৃতি, ছবির শিরোনামও দিচ্ছেন মোহাম্মদ ইয়াসিন, এই ছবির মুখাবয়ব জুড়ে দুঃখকষ্টের ভয়াবহ চিহ্ন৷

রবীন্দ্রনাথের জন্মসার্ধশতবর্ষে বার্লিনের টাগোরে সেন্টারে রবীন্দ্র চিত্রকলার বিশাল প্রদর্শনী৷ বার্লিনে এই প্রথম এত বড়ো প্রদর্শনী৷ দর্শকের নানা কথা৷ কেউ জার্মানির৷ কেউ স্পেনের৷ ইটালির৷ বিস্মিত রবীন্দ্রচিত্রকলা দেখে৷

রবীন্দ্রনাথ সব বাঁধা ভেঙেচুরে নতুন ধরনের ছবি এঁকেছেন, গতানুগতিক নয়৷ বলেন বহুমান্য ঐতিহাসিক, একদা-চিত্রকর, অধ্যাপক গৌরীশ্বর ভট্টাচার্য৷

প্রতিবেদন: দাউদ হায়দার

সম্পাদনা: সঞ্জীব বর্মন

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য