1. Inhalt
  2. Navigation
  3. Weitere Inhalte
  4. Metanavigation
  5. Suche
  6. Choose from 30 Languages

সমাজ সংস্কৃতি

বাপ মায়ের মুখে চুণকালি! রণবীরের বীরত্ব কী শুধু প্রেমেই

বলিউড অভিনেতা রণবীর কাপুর৷ পারিবারিক সূত্রে ছোটবেলা থেকেই পরিচয় চলচ্চিত্র জগতের সঙ্গে৷ সম্প্রতি এই তারকাকে নিয়ে বিব্রতকর পরিস্থিতিতে পড়েছেন বাবা ঋষি কাপুর এবং মা নীতু সিং৷

default

আগে এই কাটরিনাই ছিল রণবীরের হার্টথ্রব...

রাজ কাপুর পরিবারের নতুন প্রজন্ম রণবীর কাপুরকে নিয়ে আবারো গুজব উঠেছে৷ সোনম কাপুর, দীপিকা এবং সবশেষে কাটরিনা কাইফের সঙ্গে সম্পর্কের পর এখন নারগিস ফাকরির সঙ্গে তাঁর প্রেমের গুঞ্জন উঠেছে৷ একইসঙ্গে আনুষ্কা শর্মার সঙ্গে তাঁর সম্পর্কের কথাও বলে চলেছে ভারতের গণমাধ্যমগুলো৷

এ প্রসঙ্গে রণবীর বলেন, গনমাধ্যমগুলোতে আমাকে নিয়ে যা লেখা হয় আমি আসলে তেমনটি নই৷

Rishi Kapoor FLASH Galerie

ঋষি কাপুর৷ রণবীরের বাবার কিন্তু এত বদনাম ছিল না৷

এই অভিনেতার একজন বন্ধু বলেছেন, তাঁকে নিয়ে পত্রপত্রিকায় লেখার কারণে রণবীর তাঁর নিজের চেয়েও বাবা-মা'র জন্য বেশি বিব্রতবোধ করছেন৷ তাঁর বন্ধু বলেন, রণবীর নারগিস ফাকরিকে একজন সহশিল্পীর চেয়ে বেশি কিছু ভাবেননা৷ তিনি নারগিসের সঙ্গে বাইরে গেছেন, ঠিক আছে৷ কিন্তু একা যাননি৷ সবসময় তাঁর বন্ধুবান্ধদের সঙ্গে নিয়ে বেড়াতে বেরিয়েছেন৷

কিছুদিন আগে রণবীরের সঙ্গে ক্যাট বা কাটরিনার সম্পর্ক শীতল হয়ে যায়৷ এর মূল কারন হিসেবে নাকি কাজ করেছে তাঁর জীবনে নার্গিস ফাকরির আগমন৷ ‘রকস্টার' ছবিতে কাজ করতে গিয়ে পরিচয় হয় তাঁদের৷ একমাস ধরে চলতে থাকে রণবীর-নার্গিসের প্রেমের লুকোচুরি৷ সেসময় নানা অজুহাত দেখিয়ে ক্যাটের কাছ থেকে দূরে পালিয়ে বেড়িয়েছেন তিনি৷ এরপর রণবীরের বোন রিধিমার বাড়িতেও নাকি নার্গিসকে নিয়ে বেড়াতে যান৷ যদিও তার কয়েকদিন আগেই ক্যাটকেও পরিবারের অন্যান্য সদস্যদের সঙ্গে পরিচয় করিয়ে দিয়েছিলেন তিনি৷

প্রতিবেদন: জান্নাতুল ফেরদৌস

সম্পাদনা: সুপ্রিয় বন্দোপাধ্যায়

সংশ্লিষ্ট বিষয়