1. Inhalt
  2. Navigation
  3. Weitere Inhalte
  4. Metanavigation
  5. Suche
  6. Choose from 30 Languages

বিশ্ব

বাদশাহ আব্দুল্লাহর জন্য শোক, শ্রদ্ধা আর সমালোচনা

চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন সৌদি আরবের বাদশা আব্দুল্লাহ৷ মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠার প্রচেষ্টায় ভূমিকার জন্য বিশ্বনেতারা তাঁর প্রশংসা করছেন৷ তবে টুইটারে প্রশংসার পাশাপাশি সমালোচনাও হচ্ছে তাঁর৷

মৃত্যুর সময় আব্দুল্লাহ বিন আব্দুলআজিজের বয়স হয়েছিল ৯০ বছর৷ ২২ জন স্ত্রী এবং অনেক সন্তান রেখে যাওয়া সৌদি বাদশাহর মৃত্যুতে বিশ্বনেতারা শোক প্রকাশ করেছেন৷ সংবাদ মাধ্যম জুড়ে ছিল জীবনীসহ মৃত্যুর খবর৷

ইউটিউবেও এসেছে সদ্যপ্রয়াত সৌদি বাদশাহকে নিয়ে বেশ কিছু ভিডিও৷ সেখানেও ছিল তাঁর জীবন এবং অর্জন নিয়ে পর্যালোচনা৷

বাদশাহ আব্দুল্লাহর এক ভক্ত প্রয়াত নেতার আত্মার শান্তি কামনা করেছেন টুইটারে:

আরেকজন ৯০ বছর বয়সে সৌদি বাদশাহর মৃত্যুকে সে দেশের জন্য খুব বড় ক্ষতি হিসেবে বর্ণনা করে সৌদি জনগণের প্রতি গভীর সমবেদনা ব্যক্ত করেছেন:

আব্দুল হামিদ আহমাদ নামের একজন মনে করেন একজন সংস্কারক হিসেবে বাদশা আব্দুল্লাহকে মনে রাখবে এই বিশ্ব৷

টাইমস অফ ইন্ডিয়া জানিয়েছে সৌদি বাদশাহর মৃত্যুতে তেলের দাম বেড়ে গেছে৷

রাজতন্ত্রের দেশ সৌদি আরবের শাসক হিসেবে বাদশা আব্দুল্লাহ বিন আব্দুল আজিজের অনেক সমালোচনাও আছে৷ তারই সামান্য একটু অংশ তুলে ধরেছেন পাশ্চাত্যের এক নাগরিক:

পশ্চিমা দুনিয়ার একজন আবার মজার একটু বিষয় তুলে ধরেছেন৷ তিনি জানিয়েছেন, ৯০ বছর বয়সে বাদশা আব্দুল্লাহ মারা যাওয়ায় ব্রিটেনের রানী এলিজাবেথই এখন বিশ্বের সবচেয়ে বেশি বয়সি রাজতান্ত্রিক শাসক!

সংকলন: আশীষ চক্রবর্ত্তী

সম্পাদনা: সঞ্জীব বর্মন