1. Inhalt
  2. Navigation
  3. Weitere Inhalte
  4. Metanavigation
  5. Suche
  6. Choose from 30 Languages

সমাজ সংস্কৃতি

বলিউডে নাম লেখাতে চায় ডেনমার্কের ব্যান্ড

ব্যান্ডের নাম ‘মাইকেল লার্ন্স টু রক' – সংক্ষেপে এমএলটিআর৷ আদতে, ডেনিশ ব্যান্ড হলেও নামটা এসেছে মাইকেল জ্যাকসনকে সঙ্গে নিয়ে৷ ব্যান্ডের সকল সদস্যই জ্যাকসন জ্বরে আক্রান্ত৷

default

বেঙ্গালুরুতে ‘মাইকেল লার্ন্স টু রক’এর কনসার্ট

তাই একটু কায়দা করেই এমএলটিআর এ তারা ঢুকিয়েছে প্রিয় তারকার নাম৷

এমএলটিআর আবার ভারতে খুব জনপ্রিয়৷ সেই জনপ্রিয়তায় আরো তেজ লাগাতে এবার তারা কাজ করতে চায় বলিউড তারকাদের সঙ্গে৷ সম্প্রতি বেঙ্গালুরুতে তাদের এক অ্যালবাম সম্পর্কে প্রচার করতে এসে এমনটাই জানালো তারা৷

এমএলটিআর এর সদস্য তিনজন৷ সেদলের গায়ক এবং কীবোর্ড বাদক ইয়াশা রিশটার জানালেন, ‘‘আমি বলিউড ছবি পছন্দ করি, কেননা এগুলো বেশ মজার৷'' তাহলে কি বলিউডের তারকাদের সঙ্গেও কাজ করতে আগ্রহী এমএলটিআর? সাংবাদিকদের এমন প্রশ্নের সোজাসাপ্টা জবাব দিলেন রিশটার, ‘‘হ্যাঁ, অবশ্যই আমরা সেটা চাই৷ কিন্তু কেউ এখনো এমন প্রস্তাব দেয়নি৷''

রিশটারের অনেক ভক্ত থাকলেও নিজে তিন বলিউড তন্বী ক্যাটরিনা কাইফের ভক্ত৷ বেঙ্গালুরুতে নিজ ভক্তের চাপে পড়ে সেটা স্বীকারও করে নিলেন৷ জানতে চাইবেন না, এমএলটিআর কতটা জনপ্রিয় ভারতে৷ তাদের ভক্তের তালিকায় আছে আট-নয় বছরের শিশু থেকে পঞ্চাশে পা দেয়া বুড়োরাও৷ তাই, তাদের কনসার্টে সবাই সমস্বরে গাইলেন. ‘ও মাই স্লিপিং চাইল্ড, দ্য ওয়ার্ল্ড ইজ সো ওয়াইল্ড৷'

এই ব্যান্ড এখন পর্যন্ত বেঙ্গালুরু সফর করেছে তিনবার৷ দলের গিটার বাদক মিকেল লেনৎস'এর ভাষায়, ‘‘ভারতে আমাদের এক কনসার্টের শুরু থেকে শেষ পর্যন্ত বৃষ্টি হয়েছে৷ কিন্তু তারপরও সব ভক্তরা সেই বৃষ্টিতে ভিজেই আমাদের গান শুনেছে৷ এমন দৃশ্য দেখে সত্যিই অভিভূত আমরা৷''

এমএলটিআর এখন পর্যন্ত তাদের গানের ১০ মিলিয়ন কপি সিডি বিক্রি করেছে৷ যার অধিকাংশই এশিয়াতে৷ আরো সহজ করে বললে কাটতিটা ভারতেই একটু বেশি৷

প্রতিবেদন: আরাফাতুল ইসলাম
সম্পাদনা: সঞ্জীব বর্মন

সংশ্লিষ্ট বিষয়