1. Inhalt
  2. Navigation
  3. Weitere Inhalte
  4. Metanavigation
  5. Suche
  6. Choose from 30 Languages

পাঠক ভাবনা

বন্ধুদের সকলকে ‘ঈদ মোবারক'

ডয়চে ভেলের বাংলা বিভাগ, আমার শুভেচ্ছা গ্রহণ করুন৷ ঈদ-উল-আজহা উপলক্ষ্যে আমার ও আমার ক্লাবের পক্ষ থেকে ডয়চে ভেলের সকল কর্মকর্তা, কর্মী,কলা কুশলীসহ সকল শ্রোতাবন্ধুদের জানাই, ‘‘ঈদ মোবারক''৷

এভাবেই জগন্নাথদী, মোল্যা বাড়ি, মধুখালী, ফরিদপুর থেকে আমাদের পুরনো বন্ধু মো. কামাল হোসেন ঈদের শুভেচ্ছা জানিয়েছেন৷ তিনি আরো লিখেছেন, ‘‘ঈদ সকলের জীবনে বয়ে আনুক অনাবিল আনন্দ৷ প্রতিটা ঘরে ঘরে বেজে উঠুক সুখ ও আনন্দের বাজনা৷ এই ঈদে কোরবানির গোস্তের গরিবের অংশ সুষ্ঠুভাবে বিলি করে আনন্দটাকে আরো ভাগ করে নেই৷''

প্রিয় বন্ধুরা, প্রতিবারের মতো এবারও অনেকে আমাদের ঈদের শুভেচ্ছা জানিয়েছেন ই-মেল, টেলিফোন এবং ফেসবুকে৷ এই বিদেশে ঈদের আনন্দ আমরা সেভাবে উপভোগ করতে না পারলেও আপনাদের শুভেচ্ছা বার্তা খানিকটা হলেও কিন্তু আমাদের ঈদের আনন্দ বাড়িয়ে দিয়েছে৷ অনেক ধন্যবাদ এই উৎসবের দিনে আমাদের কথা মনে করার জন্য৷

গতকাল চুয়াডাঙ্গা থেকে টেলিফোনে আমাদের ঈদের শুভেচ্ছা জানিয়েছে বহু পুরনো বন্ধু মো.আবদুল্লাহ আর আজ ফোন করেছেন হায়দারুল ইসলাম মাষ্টার ৷ এছাড়া ই-মেলে শুভেচ্ছা-বার্তা পাঠিয়েছেন বন্ধু সবুজ মিয়া৷ তাহিরপুর, দুর্গাপুর, রাজশাহী থেকে প্রফেসার সাইফুল ইসলাম থান্দার, নিমাইদিঘী, বগুড়া থেকে বন্ধু রাজ্জাক৷ দিনাজপুর থেকে মোকারম হোসেন রনি৷ মো. মিজানুর রহমান, মশিপুর, শাহজাদপুর, সিরাজগঞ্জ থে আর এম সবুজ মাহমুদ, মাদারগঞ্জ, জামালপুর থেকে৷

ফেসবুকে ঈদ-উল-আজহার শুভেচ্ছা জানিয়েছেন নাজমুল শাহ, সুধির, পল্লব, এমডি মোস্তাকিম, তপু বিশ্বাস ও আরো অনেকে৷ তাই সবাইকে অনেক অনেক ধন্যবাদ৷

বন্ধুরা, পরিবারের সকলকে নিয়ে ভালো থাকুন আর আনন্দে থাকুন – আমাদের এটাই কামনা৷

ডয়চে ভেলের বাংলা বিভাগ

নির্বাচিত প্রতিবেদন