1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

টাকা বড়, না ট্রেনিং?

২ সেপ্টেম্বর ২০১৪

সপ্তাহান্তে ম্যানচেস্টার ইউনাইটেড গোলশূন্য ড্র করল বার্নলের বিরুদ্ধে তাদের ১০ কোটি ডলার মূল্যে কেনা দি মারিয়া মাঠে থাকা সত্ত্বেও৷ ওদিকে বার্সা ভিয়ারেয়ালকে এক গোলে হারাল তাদের লা মাসিয়া অ্যাকাডেমির কল্যাণে৷

https://p.dw.com/p/1D4pM
বার্সা ভিয়ারেয়ালকে এক গোলে হারাল তাদের লা মাসিয়া অ্যাকাডেমির কল্যাণেছবি: Getty Images

আলোচনাটা তত্ত্বগত মনে হতে পারে, কিন্তু আসলে বোধহয় তা নয়৷ শনিবার বার্নলের বিরুদ্ধে খেলাটা ছিল আনখেল দি মারিয়ার ম্যানচেস্টার ইউনাইটেড-এর হয়ে প্রথমবার মাঠে নামা৷ ৭০ মিনিট মাঠে ছিলেন ব্রিটিশ ফুটবলে রেকর্ড ট্রান্সফার ফি-র এই খেলোয়াড়টি৷ কিন্তু খেলার ফল দাঁড়ায় ০-০৷

ধনি-দরিদ্রের ব্যবধান ফুটবলে, বিশেষ করে ফুটবল ক্লাবগুলোর মধ্যে, আরো বিশেষ করে প্রিমিয়ার লিগের ক্লাবগুলোর মধ্যে যে'রকম, সে'রকম বোধহয় আর কোথাও নয়৷ যেমন ম্যানইউ চলতি মরশুমে প্লেয়ার কেনায় এ যাবৎ ব্যয় করেছে ১৩ কোটি ২০ লক্ষ পাউন্ড৷ সে তুলনায় বার্নলের খরচ হলো ৪০ লাখ পাউন্ড৷ বলতে কি, বার্নলে তাদের ১৩২ বছরের ইতিহাসে প্লেয়ার কেনায় যা খরচা করেছে, দি মারিয়াকে কিনতে ম্যানইউ-এর খরচ পড়েছে তার বেশি

Munir El Haddadi FC Barcelona Fußball Spieler
মুনির এল হাদ্দাদিছবি: picture-alliance/dpa

ডেভিড আর গোলিয়াথ

ইউনাইটেড-এর ওল্ড স্ট্র্যাফোর্ড স্টেডিয়াম থেকে বার্নলের টার্ফ মুর স্টেডিয়ামের দূরত্ব হল ঠিক ৩৫ মাইল৷ নয়তো দু'টি ক্লাবের মধ্যে আকাশ-পাতাল তফাৎ৷ ম্যানইউ হলো বিশ্বায়িত প্রিমিয়ার লিগের মাল্টিন্যাশনাল ব্র্যান্ড, পৃথিবার কোণায় কোণায় তাদের অফিস রয়েছে, ফ্যানেরা আছেন৷ সে তুলনায় বার্নলে হলো ৮৭ হাজার বাসিন্দার একটি ছোট্ট শহর, এককালে যেখানে নানা কাপড়ের কল ছিল৷ বার্নলের টার্ফ মুর স্টেডিয়ামে এখনও সব কাঠের সিট৷

তা বলে বার্নলের অতীত গরিমা ভুললে চলবে না৷ ফুটবল লিগের প্রতিষ্ঠাতা সদস্য ছিল এই বার্নলে৷ শুধু তাই নয়, বার্নলে হলো ক্ষুদ্রতম শহর, যারা লিগ চ্যাম্পিয়ন হয়েছে – ১৯৬০ সালে৷ সবচেয়ে বড় কথা, বার্নলে আজও ঠিক তাই রয়ে গেছে, ইংল্যন্ডের অধিকাংশ ফুটবল ক্লাব এককালে যা ছিল: স্থানীয় ফুটবলমোদী ব্যবসায়ীদের মালিকানার একটি স্থানীয় ক্লাব, যাদের ম্যানেজার একজন ইংলিশম্যান এবং খেলোয়াড়রা সবাই হান্ড্রেড পার্সেন্ট ব্রিটিশ!

আরে ছ্যা ছ্যা

ইস্ট ল্যাঙ্কাশায়ারে গিয়ে ম্যানইউ-এর নতুন সাত নম্বরকে বার্নলের সাপোর্টারদের কাছ থেকে শুধু আওয়াজই নয়, এ-ও শুনতে হয়েছে: আরে ছ্যা ছ্যা, এত একেবারে পয়সা নষ্ট৷ ডেভিড বেকহ্যাম কিংবা ক্রিস্টিয়ানো রোনাল্ডোর মতো ইউনাইটেড-এর হয়ে সাত নম্বর জার্সি পরে দি মারিয়া নিশ্চয় ভেবেছেন: একেই বলে রিয়্যালিটি চেক৷ বার্নলের অবশ্য তা-তে আপত্তি নেই, কেননা শনিবারের ড্র'টা ছিল ফার্স্ট ডিভিশনে ফেরার পর তাদের প্রথম পয়েন্ট৷

কে হে ছোকরা?

এবার যদি আমরা নজর দিই ঠিক তার পরদিন, অর্থাৎ রবিবার ভিয়ারেয়াল-এর বিরুদ্ধে বার্সেলোনার খেলার দিকে, তাহলে দেখব বার্সা ১-০ গোলে জিতেছে তাদের আদি ও অকৃত্রিম মেসি ম্যাজিকের দরুণ নয়, বরং এক ১৯ বছর বয়সি ‘ছোকরা'-র কল্যাণে, যে বার্সার লা মাসিয়া প্রশিক্ষণ কেন্দ্রের স্নাতক: সান্দ্রো রামিরেজ৷ রামিরেজ গোলটা করেন খোদ লিওনেল মেসির সেন্টার থেকে৷ ওদিকে লা লিগায় বার্সার এবারকার অভিযানের সূচনায় বার্সা যখন এলচে-কে ৩-০ গোলে হারায়, তখন আর এক ১৯ বছর বয়সি লা মাসিয়া স্নাতক রামিরেজ-এর মতোই প্রথমবার নেমে গোল করেছিল: তার নাম হলো মুনির এল হাদ্দাদি

মনে রাখতে হবে, লা মাসিয়ার হয়ে ১৮ বছরের কম বয়সি প্লেয়ারদের কেনাবেচা নিয়েই বার্সা গোলযোগে পড়েছে এবং দু'টি ‘ট্রান্সফার উইন্ডো'-র জন্য তাদের সাসপেন্ড করা হয়েছে৷ এই সংকটে দেখা যাচ্ছে লা মাসিয়া-ই তাদের মুশকিল আসান৷

তাই বলছিলাম: প্লেয়ার কেনা নয়, প্লেয়ার গড়াটাই বড় কথা৷

এসি/ডিজি (রয়টার্স)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য