1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ফতোয়া: অভিযোগ সম্ভব

হারুন উর রশীদ স্বপন, ঢাকা২৩ নভেম্বর ২০১২

বাংলাদেশে ফতোয়াবাজি কমছেনা৷ বরং তা দিন দিন বেড়েই চলছে৷ গত ৩ বছরে বাংলাদেশে ১০৯টি ফতোয়াবাজির ঘটনার হিসেব থাকলেও পুলিশ মামলা নিয়েছে মাত্র ৩৪টি৷

https://p.dw.com/p/16oJj
ছবি: picture-alliance/akg

বাংলাদেশের ভৈরব এলাকায় এক মুক্তিযোদ্ধা ফতোয়াবাজির শিকার হয়েছেন৷ তাঁর আপন ভাইয়ের সঙ্গে পারিবারিক সমস্যাকে পুঁজি করে ফতোয়াবাজরা তাকে ও তার পরিবারের সদস্যদের এক ঘরে করে রেখেছে৷ তাদের রাস্তা দিয়ে হাঁটতেও দেয়া হয়না৷ মুক্তিযোদ্ধা আব্দুর রহমান থানায় নালিশ করেও প্রতিকার পাননি৷ তাকে একরকম বন্দি জীবন-যাপন করতে হচ্ছে৷

আর ময়মনসিংহের প্রত্যন্ত গ্রামে কথিত হিল্লা বিয়ে দিতে ব্যর্থ হয়ে আরো একটি পরিবারকে একঘরে করছে ফতোয়বাজরা৷ এমনকি ওই পরিবারটিকে কোরবানি করতেও দেয়নি ফতোয়াবাজরা৷

মানবাধিকার সংস্থা আইন ও সালিশ কেন্দ্রের হিসেবে ২১০ সাল থেকে চলতি বছরের সেপ্টেম্বর মাস পর্যন্ত সারা দেশে ১০৯টি ফতোয়ার ঘটনা ঘটেছে৷ এর মধ্যে একঘরে করার ঘটনা ২৫টি আর কথিত হিল্লা বিয়ের ঘটনা ঘটেছে ১৭টি৷ আর ১০৯টি ফতোয়ার ঘটনায় থানা মামলা নিয়েছে মাত্র ৩৪টি৷ জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান ড. মিজানুর রহমান ডয়চে ভেলেকে বলেন, ফতোয়া ফৌজদারী অপরাধ৷ আর পুলিশ মামলা না নিলে তা মানবাধিকারের লঙ্ঘন৷

তিনি বলেন, যারা ফতোয়ার শিকার হন তারা মানবাধিকার কমিশনেও অভিযোগ করতে পারেন৷ অভিযোগ পেলে কমিশনও ব্যবস্থা নেবে৷

ফতোয়া নিয়ে দেশের সর্বোচ্চ আদালতের সুনির্দিষ্ট আদেশ থাকলেও তাতে কাজ হচ্ছেনা৷ বরং পুলিশের নিষ্ক্রিয়তায় ফতোয়াবাজরা আরো বেপরোয়া হয়ে উঠছে৷

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য