1. Inhalt
  2. Navigation
  3. Weitere Inhalte
  4. Metanavigation
  5. Suche
  6. Choose from 30 Languages

ভাইরাল ভিডিও

প্রেমিকার জন্য গান লিখলো, গাইলো সাত বছরের বালক!

ছোটবেলায় কারো প্রেমে পড়েননি এমন মানুষ খুঁজে পাওয়া সহজ নয়৷ দুরুদুরু বক্ষে মনের মানুষের আশেপাশে ঘুরঘুর করা আমাদের সময়ের প্রেমিকদের রেকর্ড রাখার সহজ উপায় তখন ছিল না৷

এখন যুগ বদলেছে৷ মানুষের হাতে হাতে মোবাইল ফোন, তাতে আবার থাকে ক্যামেরা৷ তাই ছবি তোলা, ভিডিও করা এখন ডালভাতের মতো ব্যাপার৷ সেগুলো আবার তুলে দেয়া যায় ইন্টারনেটে, যেখানে তা জমা হয়ে যায় অন্ততকালের জন্য৷

 

সেরকমই এক কাজ করেছেন এই বালকের বড় বোন৷ প্রেমিকার উদ্দেশ্যে গান লিখে, সেটা আবার গেয়ে শোনানো ছোট ভাইয়ের রিহার্সেলের ভিডিও ইন্টারনেটে প্রকাশের লোভ সামলাতে পারেননি তিনি৷ নিজের টুইটার অ্যাকাউন্ট ভিডিওটি পোস্ট করেছেন গর্বের সঙ্গে, জানিয়েছেন, তাঁর ছোট্ট ভাইটি ভ্যালেন্টাইনস ডে-তে নাকি তার প্রেমিকাকে উপহারও দিয়েছে৷

টুইটারে ভিডিওটি প্রথম প্রকাশিত হয়েছে চলতি বছরের মার্চে৷ আর সেটি সম্প্রতি আলোচনায় এসেছে স্টোরিফুলের কল্যাণে৷ ভিডিওটি এখন টুইটারের তুলনায় ফেসবুকে প্রচার হচ্ছে বেশি৷

ছোটবেলায় আপনি কি কাউকে এভাবে ভালোবাসার কথা জানিয়েছেন? লিখুন মন্তব্যে৷

এআই/এসিবি

নির্বাচিত প্রতিবেদন