লুইসার হুইলচেয়ার
ইটালির এই কুকুরটি দুর্ঘটনায় সামনের পা দুটি হারিয়েছে৷ কুকুরটির নাম লুইসা৷ সামনের দু পা না থাকায় বেশ কিছুদিন ক্যাঙারুর মতো লাফিয়ে লাফিয়ে চলেছে হয়েছে ওকে৷ অবশেষে ওর কষ্ট দূর করেছে থ্রিডি, অর্থাৎ ত্রিমাত্রিক প্রিন্টার৷ ছবিতে যে হুইলচেয়ারটি দেখছেন এটা তৈরি করে দিয়েছে প্রিন্টার৷ লুইসা এখন বুক দিয়ে ধাক্কা দিয়ে দিয়ে দিব্যি চালায় হুইলচেয়ারটা৷ এখন আর চলতে তেমন অসুবিধে হয়না তার৷