1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

প্রকৃতির সবুজ রাজধানী হামবুর্গ

২৭ নভেম্বর ২০১০

আসন্ন ২০১১ সালে ইউরোপের সেরা পরিবেশ বান্ধব রাজধানী হিসেবে আত্মপ্রকাশ করবে হামবুর্গ৷ ইউরোপীয় কমিশন এ সিদ্ধান্ত গ্রহণ করেছে৷ প্রতিযোগী ছিল আরো ৩২টি শহর৷ সবাইকে হারিয়ে জিতেছে জার্মানির উত্তরের শহর হামবুর্গ৷

https://p.dw.com/p/QJnm
Tunnel, Hamburg, plant, Berlin, প্রকৃতি, সবুজ, রাজধানী , হামবুর্গ
প্রকৃতির সবুজ রাজধানী হামবুর্গছবি: TESLA

হামবুর্গ শহরে পরিবেশ রক্ষায় বেশ কিছু পদক্ষেপ গ্রহণ করা হয়েছে৷ ২০০৮ সালের আগে থেকেই পরিবেশ রক্ষার দিকে নজর ছিল হামবুর্গবাসীদের৷ বর্তমান সরকার পরিবেশ রক্ষায়, হামবুর্গকে সবুজ রাখায় বেশ কিছু প্রকল্প হাতে নিয়েছে৷ প্রতি বছর প্রায় ২৫ মিলিয়ন ইউরো ধার্য করা হয়েছে কার্বন-ডাই-অক্সাইড নির্গমন কমানোর জন্য৷ জ্বালানি রক্ষায় শহরের পক্ষ থেকে সাধারণ মানুষকে উদ্বুদ্ধ করা হচ্ছে৷ নগর কর্তৃপক্ষ সুলভ মূল্যে সাইকেল ভাড়া দিচ্ছে৷ প্রতি বছর কয়েকটি বিশেষ রবিবারকে বেছে নেওয়া হয়, যে রবিবারে কেউই নিজের গাড়ি নিয়ে বের হবে না৷ সবাই বাস বা ট্রামে চলাফেরা করবে৷ অবশ্য কেউ যদি নিজের গাড়িতেই চলাফেরা করতে চায়, সে তা করতে পারে৷ আর এই নির্দিষ্ট রবিবারগুলোতে ট্রাম বা বাসে ভাড়া দেওয়ারও প্রয়োজন নেই৷ সবই পরিবেশের স্বার্থে করা হচ্ছে৷

এছাড়া হামবুর্গের পরিবহন ব্যবস্থা ব্রাসেলসের জুরিদের মন কেড়েছে৷ হামবু্র্গে প্রতিটি মানুষকে গড়ে প্রায় ৩০০ মিটার পায়ে হেঁটে বাস বা ট্রাম স্টপে আসতে হয়৷ গত কয়েক বছর ধরে দেখা যাচ্ছে জ্বালানি তেল নয় বরং ফ্যুয়েল সেল চালিত বাস চলছে হামবুর্গের রাস্তায়৷ এই বাসে ব্যবহৃত হয় হাইড্রোজেন জ্বালানি সেল৷ মূল লক্ষ্য হল, ডিজেল চালিত বাসগুলোকে পুরোপুরি তুলে নেওয়া৷

এরপর আসছে পানির ব্যবহার বা পানির অপচয় রোধ৷ প্রতিটি মানুষ গড়ে প্রতিদিন ১১০ লিটার পানি ব্যবহার করছে৷ হামবুর্গের জনসংখ্যা প্রায় ১৮ লক্ষ৷ জার্মানির অন্যান্য শহরের মানুষ গড়পড়তায় এর চেয়ে বেশি পানি ব্যবহার করছে প্রতিদিন৷

হামবুর্গ বন্দর নগর৷ এ কারণে ইউরোপের অন্যতম বাণিজ্য কেন্দ্র হিসেবেও হামবুর্গ পরিচিত৷ ইউরোপের বৃহত্তম বন্দর নগরগুলোর মধ্যে হামবুর্গ একটি৷ এলবে নদী বয়ে গেছে হামবুর্গের মধ্যে দিয়ে৷ বলা যেতে পারে বন্দরটি হামবুর্গ শহরের মূল চালিকা শক্তি৷ এলবে নদীতে একারণেই নতুন করে খাল ড্রেজিং-এর কাজ চলছে যেন ভবিষ্যতে আরো বেশি জাহাজ বন্দরে ভিড়তে পারে৷ পরিবেশবাদীরা অবশ্য এই সিদ্ধান্তে ক্ষিপ্ত৷ তারা প্রতিবাদে মুখর৷ তাদের আশংকা এলবে নদী হয়তো এই ভার সহ্য করতে পারবে না৷

হামবুর্গ আগামী বছরের জন্য ইউরোপের সেরা পরিবেশ বান্ধব রাজধানী নির্বাচিত হওয়ায় হামবুর্গবাসীরা আনন্দিত, গর্বিত৷ গোটা বছর জুড়েই পরিবেশ ও জলবায়ু সুরক্ষা নিয়ে নানা কর্মসূচি বাস্তবায়িত করবে এই শহর৷ ইউরোপের বিভিন্ন বড় বড় শহরের মধ্য দিয়ে পাড়ি দেবে একটি বিশেষ ট্রেন৷ কার্বন ডাই অক্সাইড'এর নির্গমন হ্রাস করতে ইউরোপের বিভিন্ন শহরের সবচেয়ে সফল ও সৃজনশীল উদ্যোগের ছবি তুলে ধরা হবে এই ট্রেনে৷ ইউরোপের সেরা পরিবেশবান্ধব রাজধানী হিসেবে শহরের কাঁধে অবশ্য চাপবে আরো দায়িত্ব ও কর্তব্য৷

প্রতিবেদন: মারিনা জোয়ারদার

সম্পাদনা: আবদুল্লাহ আল-ফারূক