1. Inhalt
  2. Navigation
  3. Weitere Inhalte
  4. Metanavigation
  5. Suche
  6. Choose from 30 Languages

সমাজ সংস্কৃতি

প্যারিস হিলটনের নতুন রিয়্যালিটি সিরিজ

যে ব্লন্দিনীর নামের শুরুতে বিশ্বের সবচেয়ে রোমাঞ্চিক শহরের নাম, আর দ্বিতীয়ার্ধে বিশ্বের একটি সবচেয়ে নামকরা হোটেল চেইনের, তাঁকে নিয়ে নিত্যনতুন ব্যবসার আইডিয়া খেলে থাকে মানুষের মাথায়৷

default

প্যারিস হিলটন

সর্বাধুনিকটি হল, প্যারিসের জীবন ও তাঁর জেটসেটিং বন্ধুবান্ধবদের নিয়ে একটি ‘যবনিকার আড়ালে' টিভি সিরিজ৷ অর্থাৎ এই পরিমাণ মিডিয়া এক্সপোজারের পরেও প্যারিসের লাইফস্টাইল সম্পর্কে কারো যদি কিছু জানা না থাকে, তবে এবার সেটা জানা যাবে৷ জানানোর তাল করছে অক্সিজেন টেলিভিশন নেটওয়ার্ক, যাদের অধিকাংশ দর্শক হল মহিলা এবং কম বয়সের মহিলা৷

শো'টির এখনও কোনো নাম দেওয়া হয়নি, কবে দেখানো হবে তা'ও ঠিক হয়নি৷ তবে প্যারিসের দুই বান্ধবী ব্রুক মুয়েলার এবং জেনিফার রোভেরো এই সিরিজে থাকবেন৷ থাকবেন প্যারিসের মা ক্যাথি হিলটন'ও৷ বলে রাখা যাক, ব্রুক হলেন হলিউড তারকা চার্লি শীন'এর প্রাক্তন স্ত্রী৷ জেনিফার ছিলেন এককালে প্লেবয় মডেল, পরে নিজেই আলোকচিত্রশিল্পী হয়েছেন৷

তবে শো তো প্যারিসকে ঘিরেই৷ দেখতে দেখতে প্যারিসের বয়স হল ২৯৷

Flash-Galerie Handschuhe

আজ তিনি বিশ্বের সর্বাধিক পরিচিত ব্র্যান্ড নেম'গুলির মধ্যে গণ্য৷ মুখে রুপোর চামচ নিয়েই জন্ম, কেননা প্রপিতামহ ছিলেন হিলটন হোটেলগুলির প্রতিষ্ঠাতা কনরাড হিলটন৷ প্যারিস স্বয়ং বাজার মাতান বেশ কয়েক বছর আগে ‘‘দ্য সিম্পল লাইফ'' নামের একটি রিয়্যালিটি শো করে: সাথে ছিলেন প্রাণের বান্ধবী নিকল রিচি, যিনি আবার গায়ক লাওনেল রিচির মেয়ে৷ ২০০৮ সালে এমটিভি'র হয়ে প্যারিসের নতুন সিরিজের নাম হয় ‘‘মাই নিউ বিএফএফ''৷ কেন জানি না, নামটা আমার বেশ ভালো লেগেছিল: ওর মানে দাঁড়ায়, ‘‘আমার নতুন চিরকালের সেরা বন্ধু''৷ চিরকালেরই যদি হবে, তবে নতুন হয় কি করে? প্যারিসের ট্রেডমার্ক ব্যঙ্গ বলা চলতে পারে৷

আসলে প্যারিস আজ একজন বিজনেস উওমান বা প্রতিষ্ঠালব্ধ মহিলা ব্যবসায়ী৷ তাঁর ফ্যাশন, চুলের প্রসাধন, সুগন্ধি, জুতো ইত্যাদির নানা ব্যবসা আছে৷ নয়তো তিনি অন্যদের পণ্য এনডোর্স করছেন৷ আবার বেপরোয়া গাড়ি চালানো কিংবা কোকেইন গোত্রীয় মাদক রাখা নিয়ে তাঁর মাঝেমধ্যে কর্তৃপক্ষের সঙ্গে বাঁধে৷ তা'তে প্যারিস ব্র্যান্ডের পরিচিতি বাড়ে বৈ কমে না৷ - কিন্তু এবার অক্সিজেন বলছে, প্যারিসের নতুন সিরিজে তিনি নাকি তাঁর জীবনের পরবর্তী পর্যায়ে পা দেবেন৷

কাজেই না দেখে উপায় আছে?

প্রতিবেদন. অরুণ শঙ্কর চৌধুরী

সম্পাদনা: জাহিদুল হক