1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

প্যারিস মাতাতে আসছে ফ্যাশন রোড শো

২৮ সেপ্টেম্বর ২০১০

ফ্যাশন দুনিয়ায় প্যারিস আজোবধি তার ঠাঁট-বাটটি ঠিকই বজায় রেখেছে৷ সে উঠতি ডিজাইনারই হোন কিংবা ডাকের জাঁদরেল ফ্যাশন ডিজাইনারই বলুন৷ প্যারিসে তাদের করা পরিচ্ছদের নক্সাটির খোলতাই না দেখালে যেন মনটি ঠিক ভরে না৷

https://p.dw.com/p/PO6J
Haute Couture in Paris
প্যারিসের ফ্যাশন শোছবি: AP

সত্যি বলতে কি, মন ভরানোর পাশাপাশি গাঁটের কড়িটিও যে এই প্যারিসই মিলিয়ে দেয়৷

মিলান, নিউ ইয়র্ক, লন্ডনে যাত্রা বিরতি শেষে প্যারিসে এই সপ্তাহেই জাঁকিয়ে বসতে যাচ্ছে সামার ফ্যাশন শো৷ এই মঙ্গলবার থেকে খ্যাতিমান আর সম্ভাবনাময় সব তরুণ ডিজাইনারদের নক্সা করা গ্রীষ্মকালীন পরিচ্ছদের সম্ভার আর তাদের জৌলুসে প্যারিস আবারো বহুবর্ণিল হয়ে উঠতে যাচ্ছে মডেলদের ক্যাটওয়াকের মোহনীয় ছন্দে৷ বোঝাই যাচ্ছে, টানা নয়দিন জুড়ে চলা ৯১টি ক্যাটওয়াক শো প্যারিসবাসীকে এবারে রীতিমতো নাচিয়েই ছাড়বে৷

প্রায় দুই যুগ পরে ল্যুভরে মিউজিয়মের নির্ধারিত জায়গাটিতে এবারের এই ফ্যাশন সপ্তাহ অনুষ্ঠিত হতে যাচ্ছে৷ ‘সেন' নদীর কাছাকাছি, ফ্যাশন শো'র আয়োজনস্থল হিসেবে খ্যাত প্যারিসের ঐতিহ্যবাহী বড় গম্বুজের গ্র্যাণ্ড প্যালাসে ইতোমধ্যেই বিশালকায় তাবু বসেছে, ল্যুভরের পিরামিডাকৃতির জায়গাটির নীচে মস্ত তাবু টাঙিয়ে ৪ ঘরের এই আয়োজনস্থলটির জায়গা হয়েছে৷ দিনে আটটি শো হবে এখানে৷ অবশ্য ডিজাইনারদের নিজস্ব পছন্দের কল্যাণে আর উৎসবের বিভিন্ন আয়োজন সংখ্যায় বেড়ে ইতোমধ্যেই যে জায়গায় পৌঁছেছে তাতে এবারের আয়োজনটি কেবল ল্যুভরেতেই সীমাবদ্ধ থাকছে না৷ তা ছড়িয়েছে প্যারিসময়৷

Paris Fashion Week 2010
কেবল ফ্যাশন নয়, সুন্দরী নারীও শো-র অন্যতম আকর্ষণছবি: AP

প্যারিসের ঐতিহ্য অনুযায়ী ফ্যাশন সপ্তাহের প্রথমদিনটি বরাদ্ধ রাখা হয়েছে তরুণ ডিজাইনারদের জন্যই৷ সেদিনটিতে রয়েছে লন্ডনের অ্যাগনোভিচ আর আন্তনি ভ্যাকারেল্লোর ফ্যাশন শো৷ তরুণ আন্তনি ভ্যাকারেল্লো ভোগের ঢাউস পেল্লায় মোটা সেপ্টেম্বর সংখ্যাটি জুড়ে রয়েছেন৷ কিন্তু তারপর থেকে ফ্যাশনপ্রেমী সকলের চোখই চেয়ে থাকবে গিভাঞ্চি, বালমেন, ব্যালেনসিয়াগার মত ডাকের সব ফ্যাশন ব্র্যান্ডের দিকেই, যাদের অধিকাংশই এই ফ্যাশন শোর জন্য সৃষ্টিশীল সব তরুণ ডিজাইনারদের এনে প্যারিসের এই ফ্যাশন ফিয়েস্তায় হাজির করেছে, তাদের নক্সা করা পরিচ্ছদে প্যারিস মাতাবে বলে৷

বয়সে প্রাচীন, ৮৮ বছরের সমীহ জাগানো ফ্যাশন ব্র্যান্ড পিয়েরে কার্ডিনও তার দীর্ঘ অনুপস্থিতির পর বেশ কয়েকজন নতুন ডিজাইনারকে নিয়ে প্যারিসের এই ফ্যাশন সপ্তাহ উপলক্ষে আবারো ফিরছে৷ তার ডিজাইনারদের মধ্যে রয়েছে ২৯ বছরের তরুণ মার্কিন ডিজাইনার জ্যাক পসেন৷ ফ্যাশন ব্র্যান্ড কেনজো এবারে চল্লিশে পৌঁছালো৷ তারাও হাজির৷

ফ্যাশন শো তে নতুন সব ডিজাইন নিয়ে প্রথমবারের মত সারাহ বার্টনের উপস্থিতিটিও নজর কাড়বে বলেই সবার ধারণা৷ এখন কেবল সবাই শুধু সেই শুরুর প্রতীক্ষাতেই রয়েছেন৷ প্যারিসে এই ফ্যাশন শোর শুরুটি কখন হবে! কেননা এর পরপরই প্যারিসের বিভিন্ন জায়গায় রাতভর সব জাঁকালো পার্টি শুরু হতে যাচ্ছে৷ ফ্যাশন ম্যাগাজিন আর সব নামি-দামি ব্র্যান্ডের আয়োজনে রাতভর চলবে এইসব পার্টি৷ বাতাসে উড়বে প্যাশন, ফ্যাশন আর সৃষ্টিশীলতা৷

প্রতিবেদন: হুমায়ূন রেজা

সম্পাদনা: দেবারতি গুহ