1. Inhalt
  2. Navigation
  3. Weitere Inhalte
  4. Metanavigation
  5. Suche
  6. Choose from 30 Languages

বিশ্ব

পুটিনের সঙ্গে হাত মেলাতে ওবামা ‘বেশ অনিচ্ছুক’ ছিলেন

জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেট বা আইএসকে হটাতে এক সুর শোনা গেছে যুক্তরাষ্ট্র ও রাশিয়ার প্রেসিডেন্টের কণ্ঠে৷ তবে বাশার আল-আসাদকে রেখেই সিরিয়ার সমস্যার সমাধান হবে কিনা, তা নিয়ে মতভেদ রয়েই গেছে৷

আইএস-কে হটাতে এক সুর শোনা গেছে যুক্তরাষ্ট্র ও রাশিয়ার প্রেসিডেন্টের কণ্ঠে৷ তবে বাশার আল-আসাদকে রেখেই সিরিয়ার সমস্যার সমাধান হবে কিনা, তা নিয়ে মতভেদ রয়েই গেছে৷

সোমবার নিউইয়র্কে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুটিনের মধ্যে যে অনেক প্রতীক্ষার বৈঠকটি হয়ে গেল সেখানে এই বিষয়গুলো আলোচিত হয়েছে৷

ডয়চে ভেলের প্রতিবেদক রিচার্ড ওয়াকার মনে করছেন, সিরিয়া সমস্যা সমাধানে যুক্তরাষ্ট্র ও রাশিয়া একসঙ্গে কাজ করতে পারবে কিনা সে ব্যাপারে নিশ্চিত হতে আরও কয়েক সপ্তাহ লেগে যাবে৷ সোমবারের বৈঠকের পর পুটিন নিজে থেকেই একটি সংবাদ সম্মেলনের ডাক দেন৷ সে কারণে ওয়াকার মনে করছেন, হয়ত রাশিয়া বৈঠকটিকে তাদের জন্য ফলপ্রসূ মনে করছে

ইরানের সরকারি বার্তা সংস্থা আইআরএনএ তাদের এক বিশ্লেষণে লিখেছে, ‘‘সিরিয়া নিয়ে পুটিনের যে পরিকল্পনা, ইরানের যেটাতে সমর্থন রয়েছে, ওবামা সেটা মানতে বাধ্য হয়েছে৷'' ইরানের একটি পত্রিকার সাবের নির্বাহী সম্পাদক আমির তাহেরি তাঁর টুইটে আইআরএনএ'র বিশ্লেষণের এই অংশটি উল্লেখ করেছেন৷


সাপ্তাহিক পত্রিকা ‘পলিটিকো ইউরোপ’-এ প্রকাশিত এক বিশ্লেষণ বলছে, ওবামা ও পুটিনের মধ্যে ৯০ মিনিটের বৈঠকে তাদের দু’জনের মধ্যে যে পার্থক্যগুলো রয়েছে তাতে বড় কোনো পরিবর্তন হয়নি৷সংকলন: জাহিদুল হক
সম্পাদনা: দেবারতি গুহ

নির্বাচিত প্রতিবেদন

সংশ্লিষ্ট বিষয়