1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

পাঠ্যসূচিতে নেই যৌন শিক্ষা

১৯ অক্টোবর ২০০৯

শরীর তত্ত্ব, বিশেষ করে মানুষের দেহমন, এক কথায় বলা যায় যৌন শিক্ষার বিষয়টি ভারতের সরকারী স্কুলগুলোর পাঠ্যসূচিতে নেই৷ তবে সমাজে নানা পরিবর্তনের সঙ্গে সঙ্গে দাবি উঠেছে পাঠ্যসূচিতে তা অন্তর্ভুক্ত করার৷

https://p.dw.com/p/K9hs
ভারতের স্কুল পাঠ্যক্রমে যৌন শিক্ষা অন্তর্ভুক্ত করা প্রয়োজন (ফাইল ফটো)ছবি: UNICEF India/Sandip Biswas

সংশ্লিষ্টরা মনে করেন, জটিল যৌন রোগ প্রতিরোধ এবং এ সংক্রান্ত যে কোন ধরণের ভ্রান্ত ধারণা দূর করতে ভারতের স্কুল পাঠ্যক্রমে যৌন শিক্ষা অন্তর্ভুক্ত করা প্রয়োজন৷ পশ্চিমের কোন দেশে একটি নির্দিষ্ট ক্লাশের পর স্কুলের পাঠ্যক্রমে যৌন বিষয়ক শিক্ষা থাকবে এটিই স্বাভাবিক৷ ছেলেমেয়েরা এখানে তাদের বয়স বাড়ার সঙ্গে সঙ্গে বিশেষ করে বয়:সন্ধিকালে শরীরের নানা পরিবর্তন এবং দেহমন সংক্রান্ত নানা সমস্যা সম্পর্কে স্কুল থেকেই জানতে শুরু করে৷

ভারতের মতো ব্যাপক অর্থনৈতিক প্রবৃদ্ধির একটি দেশে যখন ছেলেমেয়েরা উন্নত দেশের ভাষা, খাবার বা কাপড় কোনটাই ব্যবহার করতে বাদ দিচ্ছে না, সেখানে কিন্তু অতি প্রয়োজনীয় যৌন শিক্ষাকে দূরে রাখা হচ্ছে সনাতন ঐতিহ্যের দোহাই দিয়ে, মনে করেন ভারতের স্কুল শিক্ষিকা রুবিনা হোসেন শেখ৷ তার মতে, ছেলেমেয়েদের কাছে বিষয়টি স্পষ্ট না করলে তারা অন্ধকারেই থেকে যাবে৷ ভারতের হাতেগোনা কিছু বেসরকারি স্কুলে বাচ্চাদের এবিষয়ে শিক্ষা দেয়ার চেষ্টা করা হচ্ছে৷

তবে ভারত সরকার যৌন শিক্ষাকে সরকারী স্কুলের পাঠ্যক্রমের আওতায় আনতে নারাজ৷ বিশেষ করে হিন্দুত্ববাদী সংগঠন বিশ্ব হিন্দু পরিষদ স্কুলে যৌনশিক্ষা প্রবর্তনের ঘোর বিরোধী৷ পরিষদের একজন সিনিয়র সদস্য স্বামী নিত্যানন্দ মনে করেন যৌনশিক্ষা ছেলেমেদের মনের উপর বিরূপ প্রভাব রাখবে৷ ২০০৭ সালে তাঁর অনুসারীরা গর্ভধারণ ও যৌনরোগের মত বিষয় অন্তর্ভুক্ত হয়েছে এমন সব স্কুল বই পুড়িয়ে দেয়৷ গুজরাট রাজ্য বিজ্ঞানের টেক্সট বই থেকে প্রজনন সংক্রান্ত অধ্যায় বাদ দিতে বাধ্য হয়৷

প্রতিবেদক: ঝুমুর বারী

সম্পাদনা: আব্দুল্লাহ আল-ফারূক