1. Inhalt
  2. Navigation
  3. Weitere Inhalte
  4. Metanavigation
  5. Suche
  6. Choose from 30 Languages

খেলাধুলা

পাকিস্তানের ক্রিকেটের সময়টা ভাল যাচ্ছে না: ওয়াকার

পাকিস্তানের ক্রিকেট দলের কোচ ওয়াকার ইউনুস কথাটা বলেই ফেললেন৷ একের পর এক অঘটনের ফলে সেদেশের ক্রিকেট জগত যে বেশ বিপর্যস্ত, সেই বাস্তবতা তিনি মেনে নিলেন৷

Pakistan, test, crickt, Waqar, Younis, Pakistan, পাকিস্তান, ক্রিকেট, ওয়াকার, ইউনুস

পাকিস্তান ক্রিকেট দলের কোচ ওয়াকার ইউনুস

গত অগাস্ট মাসে ইংল্যান্ডের বিরুদ্ধে লর্ডসের টেস্ট ম্যাচের ফলাফল আগেভাগেই স্থির করার অভিযোগে আন্তর্জাতিক ক্রিকেট পরিষদ ‘আইসিসি' দলের ক্যাপ্টেন সলমন বাট, বোলার মহম্মদ আসিফ ও মহম্মদ আমিরকে সাসপেন্ড করে৷ শনি ও রবিবার দুবাইয়ে সেই সিদ্ধান্তের বিরুদ্ধে আপিলের শুনানি চলছে৷ আসিফ অবশ্য শেষ মুহূর্তে আর আপিলের পথে না যাবার সিদ্ধান্ত নিয়েছেন৷

দলের এই তিন তারকা অনুপস্থিত থাকায় দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্ট সিরিজ, টোয়েন্টি-টোয়েন্টি সিরিজ ও ওয়ান ডে সিরিজে পাকিস্তানের নাজেহাল অবস্থা৷ টোয়েন্টি-টোয়েন্টি সিরিজে ২-০ ব্যবধানে হেরে বসে আছে পাকিস্তান, ওয়ান ডে'তে ১-০ ব্যবধানে পিছিয়ে রয়েছে৷ ওয়াকার বলেন, প্রথম সারির এই খেলোয়াড়দের অনুপস্থিতির ফলে পাকিস্তানকে মাঠে বেশ বেগ পেতে হচ্ছে৷ তিনি আশা প্রকাশ করেন, যে সপ্তাহান্তে দুবাইয়ে ৩ খেলোয়াড়ই নিজেদের নির্দোষ প্রমাণ করতে পারবেন এবং দ্রুত আবার দলের হয়ে খেলতে পারবেন৷

শুধু এই তিন খেলোয়াড় নয়, দলে স্থান পান নি উইকেটকিপার ব্যাটসম্যান কামরান আকমলও৷ ‘ম্যাচ ফিক্সিং'এর অভিযোগে তাঁর বিরুদ্ধেও তদন্ত চলছে৷ অ্যাপেন্ডিসাইটিস অপারেশনের ফলে তিনি অবশ্য এমনিতেই মাঠে নামতে পারতেন না৷

প্রতিবেদন: সঞ্জীব বর্মন

সম্পাদনা: হোসাইন আব্দুল হাই

নির্বাচিত প্রতিবেদন