1. Inhalt
  2. Navigation
  3. Weitere Inhalte
  4. Metanavigation
  5. Suche
  6. Choose from 30 Languages

বিশ্ব

পশ্চিমবঙ্গে ট্রেন দুর্ঘটনায় মৃতের সংখ্যা কমপক্ষে ৬০

বীরভূমের সাঁইথিয়ায় উত্তরবঙ্গ এক্সপ্রেস ও বণাঞ্চল এক্সপ্রেসের সংঘর্ষে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে কমপক্ষে ৭০৷ আপাতদৃষ্টিতে দুর্ঘটনা মনে হলেও রেলমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘটনার তদন্তের নির্দেশ দিয়েছেন৷

default

সাঁইথিয়া স্টেশনে ভয়াবহ দৃশ্য

রেলের মুখপাত্র সমীর গোস্বামী বলেন, মৃতের সংখ্যা ৬০ ছাড়িয়ে গেছে৷ আহতের সংখ্যা ১০০-রও বেশি৷ তাঁর মতে, মৃতের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা আর নেই৷ স্থানীয় সময়ে গভীর রাতে ২টা ১৫ মিনিট নাগাদ এই দুর্ঘটনা ঘটে৷ সেসময়ে সাঁইথিয়া স্টেশনে বণাঞ্চল এক্সপ্রেস দাঁড়িয়ে ছিল৷ উত্তরবঙ্গ এক্সপ্রেস তীব্র বেগে এসে ঐ ট্রেনের সঙ্গে সংঘর্ষ ঘটায়৷

মাত্র দুই মাসের মধ্যে এই নিয়ে পশ্চিমবঙ্গে দ্বিতীয় রেল দুর্ঘটনা ঘটলো৷ মে মাসে এক দুর্ঘটনায় ৭০ জনেরও বেশি নিহত হয়েছিলো৷ অন্তর্ঘাতের জন্য মাওবাদীদের দায়ী করা হলেও তারা এই অভিযোগ অস্বীকার করে৷ স্থানীয় কিছু টেলিভিশন চ্যানেল নাম প্রকাশে অনিচ্ছুক রেলওয়ে কর্মকর্তাদের উদ্ধৃত করে দাবি করছে, যে সম্ভবত ইচ্ছাকৃতভাবে সিগন্যালে গোলযোগ ঘটানো হয়েছিল৷

প্রতিবেদন: সঞ্জীব বর্মন
সম্পাদনা: আব্দুল্লাহ আল ফারূক