1. Inhalt
  2. Navigation
  3. Weitere Inhalte
  4. Metanavigation
  5. Suche
  6. Choose from 30 Languages

সমাজ সংস্কৃতি

পর্দায় ফিরছেন বচ্চন দম্পতি

দীর্ঘ এক দশক পরে আবারো পর্দায় ফিরে আসছেন অমিতাভ-জয়া বচ্চন দম্পতি৷ তবে এই বলিউড দম্পতি এবার ফিরছেন একটি বিজ্ঞাপন চিত্রে৷ আর বিজ্ঞাপন চিত্রটি ভারতের প্রখ্যাত গহনা প্রস্তুতকারী ‘তনিষ্ক’-এর৷

default

সুপারস্টার অমিতাভ বচ্চন এবং তাঁর স্ত্রী জয়া বচ্চন শেষবার পর্দায় একসঙ্গে অভিনয় করেছেন করণ জোহরের ‘কভি খুশি কভি গম' ছবিতে৷ সেটি ২০০১ সালের কথা৷ আর তার পরে এই প্রথম ‘তনিষ্ক' ব্র্যান্ডের গহনার বিজ্ঞাপনে কাজ করছেন৷

বিগ বি তাঁর ব্লগে লিখেছেন, ‘টাটা গ্রুপের গহনা ব্যবসা ‘তনিষ্ক'৷ তাদের বিজ্ঞাপনের জন্যই এটি চিত্রায়িত করা হচ্ছে৷ জয়া এবং আমি একসঙ্গে এটা করছি৷ কভি খুশি কভি গম-এর পরে আমরা একসঙ্গে ক্যামেরার সামনে আসছি৷''

অমিতাভ বচ্চন এবং জয়া ভাদুড়ী ১৯৭৩ সালে গাঁটছড়া বাঁধেন৷ ‘জনজির', ‘অভিমান', ‘চুপকে চুপকে', ‘শোলে' এবং ‘সিলসিলা'সহ বেশ কিছু বলিউড চলচ্চিত্রে তাঁরা একসঙ্গে অভিনয় করেছেন৷ তবে বিজ্ঞাপন চিত্রে এটায় তাঁদের প্রথম কাজ৷ তাহলে কি আমরা জয়াকে আরও ঘনঘন পর্দায় পাবো?

প্রতিবেদন: ফাহমিদা সুলতানা

সম্পাদনা: সঞ্জীব বর্মন