1. Inhalt
  2. Navigation
  3. Weitere Inhalte
  4. Metanavigation
  5. Suche
  6. Choose from 30 Languages

খেলাধুলা

পন্টিং নন মাইকেল ক্লার্ক অস্ট্রেলিয়ার নতুন ক্যাপ্টেন

অ্যাশেজ সিরিজের শেষ খেলায় অস্ট্রেলিয়ার ক্যাপ্টেন হিসেবে রিকি পন্টিং নয়, মাঠে দেখা যাবে মাইকেল ক্লার্ককে৷ এছাড়া ২৪ বছর বয়সি পাকিস্তানি বংশোদ্ভূত খেলোয়াড় উসমান খাওয়াজা হচ্ছেন অস্টেলিয়া দলে প্রথম মুসলমান ক্রিকেটার৷

Michael Clarke, Australia, Ashes

অস্ট্রেলিয়া ক্রিকেট দলের নতুন ক্যাপ্টেন মাইকেল ক্লার্ক

বৃহস্পতিবার মাইকেল ক্লার্ককে দলের ভাইস ক্যাপ্টেন থেকে ক্যাপ্টেনে উন্নীত করা হয়৷ ভাইস ক্যাপ্টেন হচ্ছেন উইকেট কিপার ব্র্যাড হ্যাডিন৷ রিকি পন্টিং-এর কনে আঙুল ভেঙ্গে যাওয়ায় তিনি শেষ ম্যাচ খেলছেন না৷

অ্যাশেজের পরই ইংল্যান্ডের সঙ্গে টোয়েন্টি-টোয়েন্টি সিরিজ খেলবে অস্ট্রেলিয়া৷ সেখানেও ক্যাপ্টেন থাকবেন মাইকেল ক্লার্ক এবং ভাইস ক্যাপ্টেন থাকবেন ক্যামেরন হোয়াইট৷

এদিকে, পাকিস্তানি বংশোদ্ভূত উসমান খাওয়াজাই প্রথম মুসলমান যিনি অস্ট্রেলিয়ার পক্ষ হয়ে টেস্ট সিরিজে খেলবেন৷ ২৪ বছর বয়স্ক এই খেলোয়াড় দলের ১২তম সদস্য হিসেবে নিজের স্থান দখল করে নিয়েছেন৷ রিকি পন্টিং খেলছেন না বলেই তাঁকে দলে নেওয়া হয়েছে৷ রিকি পন্টিং-এর মানের পারফরমেন্স আশা করা হচ্ছে খাওয়াজার কাছ থেকে৷ এ প্রসঙ্গে সাংবাদিকদের খাওয়াজা বলেন,

Ricky Ponting

রিকি পন্টিং-এর কনে আঙুল ভেঙ্গে যাওয়ায় তিনি শেষ ম্যাচে খেলছেন না

‘‘রিকি পন্টিং-এর কাজ আমি করতে আসিনি৷ আমি ভাল খেলার চেষ্টা করবো৷ আমার দলকে জেতানোর জন্য যা যা করা প্রয়োজন, যেভাবে খেলা প্রয়োজন – আমি সেভাবেই খেলবো৷ আমার মূল লক্ষ্য হল দলকে প্রচুর রান সংগ্রহ করে দেওয়া৷''

উসমান খাওয়াজা রিকি পন্টিং-এর একজন ভক্ত এবং সমর্থক৷ খাওয়াজা জানান, ‘‘রিকি হচ্ছেন একজন কিংবদন্তী ক্রিকেটার৷ তিনি যদি আমাকে একটি উঁচু সেতুর ওপর থেকে লাফ দিতে বলেন, আমি সঙ্গে সঙ্গেই লাফ দেবো৷''

উসমান খাওয়াজার জন্ম পাকিস্তানে৷ তাঁর বাবা ক্রিকেটের ভক্ত৷ খাওয়াজা যখন অনেক ছোট তখন তাঁর বাবা পুরো পরিবার নিয়ে চলে যান অস্ট্রেলিয়ায়৷

এ বছরের শুরুতে ইংল্যান্ডে পাকিস্তানের বিপক্ষে খেলেন খাওয়াজা৷ তখন তাঁকে দলে নেওয়া হয়েছিল কারণ মাইকেল ক্লার্ক তখন ইনজুরিতে ভুগছিলেন৷ দু বছর আগে থেকে খাওয়াজা খেলা শুরু করেন নিউ সাউথ ওয়েলেসের পক্ষ হয়ে৷ ব্যাট্সম্যান হিসেবে তাঁর গড় রান হল ৫১. ৭.

আগামী সপ্তাহে অ্যাশেজের শেষ ম্যাচে মাঠে দেখা যাবে মাইকেল ক্লার্ক এবং উসমান খাওয়াজা'কে৷

প্রতিবেদন: মারিনা জোয়ারদার

সম্পাদনা: আব্দুল্লাহ আল-ফারূক