1. Inhalt
  2. Navigation
  3. Weitere Inhalte
  4. Metanavigation
  5. Suche
  6. Choose from 30 Languages

খেলাধুলা

পন্টিং-এর চতুর্থ অ্যাশেজ টেস্টে খেলার সম্ভবনা রয়েছে

অস্ট্রেলিয়ার ক্যাপটেন রিকি পন্টিং-এর ইংল্যান্ডের বিরুদ্ধে রবিবার অনুষ্ঠেয় চতুর্থ এ্যাসেজ টেস্টে দলের নেতৃত্ব দেবার সম্ভাবনা রয়েছে৷

default

মাটে নামতে পারেন পন্টিং

বৃহস্পতিবার পন্টিং নিজেই এই কথা জানিয়ে বলেছেন, কোন ধরণের বিপত্তি ছাড়াই প্রশিক্ষণ শেষ করতে পারাতে ইংল্যান্ডের বিরুদ্ধে খেলায় তাঁর অংশ নেওয়ার সম্ভবনা ‘খুব বেশি'৷

গত সপ্তাহান্তে পার্থে অনুষ্ঠিত তৃতীয় টেস্টে একটি স্লিপ ক্যাচ ধরার চেষ্টা করার সময়ে পন্টিং-এর কনে আঙুলটি ভেঙে যায়৷ এই অস্ট্রেলিয় স্কিপার নেটওয়ার্ক টেন টেলিভিশনকে বলেছেন, মেলবোর্নে তাঁর খেলার সম্ভাবনা খুব বেশি৷ আর তাঁর ইনজুরি সম্পর্কে বলেছেন, তিনি যা আশা করেছিলেন তার চেয়ে হাতের আঙুলের অবস্থা ভালো৷

Ricky Ponting

পার্থে একটি খেলায় পন্টিং-এর আঙুল ভেঙে যায়

এদিকে উইকেট রক্ষক ব্রাড হাডিন বলেছেন, ভাঙা আঙুল নিয়েও রবিবারের টেস্টে অংশ নেওয়ার ব্যাপারে পন্টিং-এর সংকল্প দলের জন্যে এক অনুপ্রেরণা৷ নতুন ব্যাটসম্যান উসমান খাজাকে পন্টিং-এর স্ট্যান্ডবাই রাখা হয়েছে৷ তবে বক্সিং ডে টেস্টে অস্ট্রেলিয়ার নেতৃত্ব দেওয়ার ব্যাপারে সব ধরণের ইঙ্গিতই দিয়েছেন স্কিপার৷

বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে হাডিন বলেছেন, ‘‘তিনি আমাদের দলনেতা এবং তাঁর কাছ থেকে আমরা যথেষ্ট অনুপ্রেরণা পেয়ে থাকি৷'' তিনি বলেন, ‘‘দীর্ঘদিন ধরেই অস্ট্রেলিয়ার জন্যে বিশেষ করে তাঁর গ্রুপের জন্যে তিনি একজন বড় মাপের নেতা৷'' ক্রিকেট দলে পন্টিং-এর উপস্থিতির এক বিশাল প্রভাব থাকে, এই কথা উল্লেখ করে হাডিন বলেন, ‘‘তিনি যে খেলবেন এটা একটা গুরুত্বপূর্ণ ব্যাপার''৷

চতুর্থ টেস্টে পন্টিং অংশ নিলে তাঁর ভাঙা আঙুলের কারণে তাঁকে ফিল্ডিং-এর জন্যে নতুন অবস্থান নিতে হবে বলে ধারণা করা হচ্ছে৷ ঐ সংবাদ সম্মেলনে হাডিন আরো বলেন, ‘‘তিনি ব্যাট করতে যাচ্ছেন এবং পরিকল্পনা মাফিক সবকিছু এগুচ্ছে৷'' তিনি বলেন, ‘‘পার্থের খেলা আস্থা বাড়িয়েছে এবং খেলোয়াড়রা বক্সিং ডে-র অপেক্ষাতেই আছেন৷''

প্রতিবেদন:ফাহমিদা সুলতানা

সম্পাদনা:আব্দুল্লাহ আল-ফারূক