1. Inhalt
  2. Navigation
  3. Weitere Inhalte
  4. Metanavigation
  5. Suche
  6. Choose from 30 Languages

সমাজ সংস্কৃতি

‘পদ্মশ্রী’ হয়ে গেলেন কাজল, ইরফান, টাবু

এ বছর ‘পদ্মশ্রী’ পুরস্কার পাবেন বলিউড অভিনেত্রী কাজল দেবগন, বহুমুখী প্রতিভাময়ী অভিনেত্রী টাবু এবং অভিনেতা ইরফান খান৷ চলচ্চিত্র জগৎ থেকে ২০১১ সালের চতুর্থ বৃহত্তম অসামরিক এই পুরস্কার জিতে নিলেন বলিউডের এই তিন তারকা৷

Kajol Devgan

‘পদ্মশ্রী’ পুরস্কার পেতে চলেছেন বলিউড অভিনেত্রী কাজল দেবগন

শিল্প, সাহিত্য, চিকিৎসা, বিজ্ঞান, খেলাধুলা, সামাজিক কর্মকান্ড ইত্যাদি বিষয়ে বিশেষ ভূমিকা রাখার জন্য প্রতিবছর ভারত সরকারের পক্ষ থেকে দেওয়া হয় পদ্মশ্রী পুরস্কার৷ এ বছর সেই পুরষ্কারের তালিকায় ভারতের নামজাদা অভিনেত্রী অভিনেতাদের নাম রয়েছে৷

প্রবীণ অভিনেত্রী তনুজা এবং প্রয়াত বাংলা চলচ্চিত্র নির্মাতা সমু মুখার্জির কন্যা কাজল৷

irfan khan

‘পদ্মশ্রী' খেতাব পাবেন ইরফান খানও

১৯৯২ সালে মাত্র সতেরো বছর বয়সে ‘বেখুদি' ছবির মধ্য দিয়ে যার আত্নপ্রকাশ ঘটে৷ পঁয়ত্রিশ বছর বয়সি এই অভিনেত্রী সবার নজর কাড়েন তাঁর দ্বিতীয় ছবি বাজিগর এ৷ যেখানে প্রথমবারের মতো তাঁকে পর্দায় দেখা যায় শাহরুখ খানের সঙ্গে৷ এবং এই ছবির পর আর পেছনে ফিরে তাকাতে হয়নি কাজলকে৷ একটার পর একটা ছবি হিট হতে থাকে কাজলের৷ করণ অর্জুন, দিল ওয়ালে দুলহানিয়া লে যায়েঙ্গে, কুছ কুছ হোতা হ্যায়, কভি খুশি কভি গম এবং শাহরুখের সঙ্গে সাম্প্রতিকতম ছবি মাই নেম ইজ খান কাজলকে নিয়ে আসে জনপ্রিয়তার শীর্ষে৷

Tabu

‘বিজয়পথ' এবং ‘চাঁদনি বার' এর মতো ছবি টাবুকে সাফল্য এনে দেয়

বলিউড অভিনেতা অজয় দেবগনকে বিয়ে করে কাজল এখন দুই সন্তানের জননী৷

অন্যদিকে হিন্দি চলচ্চিত্র শিল্পের অন্যতম একজন অভিনেত্রী টাবু৷ বানিজ্যিক ছবি ‘বিজয়পথ' এবং ‘চাঁদনি বার' এর মতো ছবি টাবুকে সাফল্য এনে দেয়৷ ‘পদ্মশ্রী' খেতাব পেলেন ইরফান খানও৷ ‘সালাম বম্বে', ‘মকবুল' এবং ‘লাইফ ইন এ মেট্রো'র মতো ছবিগুলোতে গতানুগতিক অভিনয়ের বাইরে অভিনয় করে চলচ্চিত্র জগতে নিজের অবস্থা পাকাপোক্ত করে নিয়েছেন এই অভিনেতা৷

প্রতিবেদন: জান্নাতুল ফেরদৌস

সম্পাদনা: সুপ্রিয় বন্দোপাধ্যায়