1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

নেনো বিক্রি শুরু করলো টাটা

২৭ জুলাই ২০০৯

বিশ্বের সবচেয়ে কমদামি গাড়ি টাটা কোম্পানির নেনো, দিন কয়েক আগে ভারতের রাস্তা ছুঁয়েছে৷ বহু চড়াই উৎরাই পার হয়ে দীর্ঘ এক বছর প্রতীক্ষার পর টাটা কোম্পানি তাদের এই গাড়ি বিক্রি শুরু করতে পারলো৷

https://p.dw.com/p/Iy3Z
ছবি: UNI

ব্যক্তিগত গাড়ি বলতে সবসময় ধারণা করা হতো কোন ধনী ব্যক্তিই গাড়ির মালিক হতে পারে৷ কিন্তু এই ধারণাকে বুড়ো আঙ্গুল দেখিয়ে টাটা নেনো তার যাত্রা শুরু করলো ভারতে৷ এই ব্যাপারটিকে সুখবর বলা হচ্ছে কারণ, নেনোর সবচেয়ে কম দাম ১লাখ রুপী বা আড়াই হাজার ডলার৷ ভারতের জুতা পালিশ ওয়ালা থেকে শুরু করে, স্কুল শিক্ষক বা চিত্রকর কেউই তাই নেনোর জন্য আবেদন করতে পিছপা হননি৷ ইতোমধ্যেই ভারতের ২ লাখ ৩০ হাজার মানুষ নেনোর জন্য আবেদন পত্র জমা দিয়েছেন৷ নেনোর এই চাহিদাকে ইউরোপের অন্যতম বিখ্যাত পিপলস কার ফোল্কসভাগেন বিটলের সঙ্গে তুলনা করছে গাড়ি ব্যবসায়ীরা৷

ভারতে সবচেয়ে বড় ব্যবসায়ীদের অন্যতম রতন টাটা গেল মার্চেই এই গাড়ির বাণিজ্যিক বিক্রির কথা জানান৷ কিন্তু ভারতের পূর্বে গাড়ির কারখানা স্থাপন নিয়ে নানা বিতর্কের পর এই গাড়ি সাধারণের হাতে আসতে কিছুটা সময় লাগে৷ বর্তমানে বাৎসরিক ৫০হাজার নেনো বাজারে ছাড়তে পারবে বলে কোম্পানিটি পক্ষ থেকে বলা হয়েছে৷ আগামী বছর গুজরাটে নতুন কারখানা স্থাপনের পর কোম্পানিটি গাড়ি তৈরির সংখ্যা বাড়াতে পারবে বলে জানানো হচ্ছে৷

কোম্পানির পক্ষ থেকে বলা হচ্ছে, তিন ধরণের নেনো পাওয়া যাবে বাজারে৷ সাধারণ নেনো যার দাম এক লাখ রুপী৷ সেখানে কোন স্বংয়ক্রিয় দরজা এমনকি কোন মিউজিক সিস্টেম থাকবে না৷ একটু বেশি দামী সিএক্স বা এলএক্স ভারসন নেনোতে থাকবে স্বনিয়ন্ত্রিত জানালা-দরজা এবং তাপমাত্রা নিয়ন্ত্রণের ব্যবস্থা৷ যার দাম পড়বে একলাখ ৮৫ হাজার রুপী ৷ আর মধ্যম মানের নেনোর দাম পড়বে করসহ এক লাখ ৪০ হাজার রুপী৷

অর্থনৈতিক মন্দার কারণে বিশ্ব যেখানে গাড়িসহ বিলাস দ্রব্যের চাহিদা কমছে সেখানে টাটা নেনোর এই সাফল্যকে চমক হিসাবে দেখছেন গাড়ি ব্যবসায়ীরা৷

প্রতিবেদক: ঝুমুর বারী

সম্পাদনা: আবদুস সাত্তার