1. Inhalt
  2. Navigation
  3. Weitere Inhalte
  4. Metanavigation
  5. Suche
  6. Choose from 30 Languages

ভাইরাল ভিডিও

নেচে সোশ্যাল মিডিয়া কাঁপালেন যে যাজক

গির্জার যাজক বলতে চেহারার সামনে যে চিত্রটি ভেসে আসে তার থেকে একেবারে ব্যতিক্রম৷ ভাবুন তো একজন যাজক ইংরেজি গানের সঙ্গে করছেন উদ্দাম নৃত্য৷ তাও একেবারে প্রফেশনালদের মতো৷

এমনটিই ঘটেছে ভারতের কেরালায়৷ একটি চার্চের সামনে কয়েকজন তরুণের সঙ্গে মিলে ধুন্দুমার নাচ দেখালেন এক যাজক৷ পরে তাঁর নাম ফাদার মের্টন ডি সিলভা বলে জানা যায়৷

গেল সপ্তাহে শাইন অ্যান্টনি এই ভিডিও ফেসবুকে পোস্ট দেন৷ নিমিষেই এতে হুমড়ি খেয়ে পড়েন নেটিজেনরা৷ এই রিপোর্টটি লেখা পর্যন্ত প্রায় দুই লাখ চল্লিশ হাজার জন ভিডিওটি দেখেছেন

প্রায় এক মিনিট লম্বা ভিডিওটিতে দেখা যায়, প্রথমে কয়েকজন তরুণ মিলে গানটির সঙ্গে নাচ শুরু করেন৷ এরপর গানের বিট একটু থামে এবং সেখানে যোগ দেন আলোচিত সেই যাজক৷ তরুণদের সঙ্গে যেভাবে তাল মিলিয়ে তিনি নেচেছেন তাতেই হৃদয় জয় করে নিলেন লাখো মানুষের৷ নাচের সময় তাঁর গায়ে ছিল যাজকদের সাদা পোশাক৷

জেডএ/ডিজি

নির্বাচিত প্রতিবেদন

সংশ্লিষ্ট বিষয়