1. Inhalt
  2. Navigation
  3. Weitere Inhalte
  4. Metanavigation
  5. Suche
  6. Choose from 30 Languages

বিশ্ব

নির্বাচনে দলের বিপর্যয়ের পর মলিন ওবামা

সমালোচকদের মুখে প্রায়ই একটা কথা শোনা যায়৷ তা হলো মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার আবেগ কখনও দেখা যায় না৷ তবে এমন কথা এবার মিথ্যা করেই, বিষন্ন আর মলিন মুখে হাজির হলেন ওবামা সাংবাদিকদের সামনে৷

election, President, Barack, Obama, মার্কিন, প্রেসিডেন্ট,বারাক, USA, ওবামা

মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা (ফাইল ছবি)

এমনকি বক্তৃতার অধিকাংশ সময় দেখা গেছে তাঁর চোখদুটি বারবার নিচের দিকে চলে যাচ্ছিল৷ মধ্যবর্তী নির্বাচনে নিজের দলের ভরাডুবির পর হোয়াইট হাউসে এমনভাবেই দেখা গেল বারাক ওবামাকে৷ মাত্র দু'বছর আগে রিপাবলিকান প্রার্থী জন ম্যাককেইনকে হারিয়ে ক্ষমতায় গেছেন ওবামা৷ কিন্তু অল্প সময়ের মধ্যেই দলের এমন অবস্থা বেশ দুর্বল করে দিয়েছে ওবামাকে৷ সাংবাদিকদের প্রশ্নের জবাবে এক পর্যায়ে বলেন, ‘‘আমি খুব খারাপ বোধ করছি৷'' একইসাথে স্বীকার করলেন দলের এই অবস্থার জন্য নিজের দায়িত্বের কথা৷ মার্কিনিদের সঙ্গে তাঁর সংস্পর্শ কী কমে গেছে - প্রশ্নের জবাবে ওবামা বলেন, ‘‘কাজের ভিড়ে কখনো কখনো আমরা খেই হারিয়ে ফেলি মানুষের সঙ্গে সেই সম্পর্কের যা আমাদের ক্ষমতায় এনেছিল৷''

মধ্যবর্তী নির্বাচনের ফলাফলের পর উচ্ছ্বসিত রিপাবলিকানরা ওবামার পরিকল্পনার বিরুদ্ধে শক্ত প্রতিরোধ গড়ে তোলার কথা জানালেন৷ মার্কিন প্রতিনিধি পরিষদের পরবর্তী স্পিকার হওয়ার পথে থাকা রিপাবলিকান জন বোয়েনার বললেন, ‘‘এটা খুব স্পষ্ট যে, মার্কিন জনগণ অধিকতর ছোট, কম ব্যয়সাপেক্ষ এবং বেশি হাজিরজবাব সরকার চায়৷'' তিনি বলেন, ‘‘আমাদের অঙ্গীকার হচ্ছে মার্কিন জনগণের কথা শোনা৷'' এছাড়া বিশ্লেষকরা মনে করছেন, এই নির্বাচনের ফলাফল জলবায়ু পরিবর্তন রোধ এবং পারমাণবিক নিরস্ত্রীকরণে গৃহীত পরিকল্পনাসহ বিভিন্ন পররাষ্ট্র ও অভ্যন্তরীণ নীতি নির্ধারণে বারাক ওবামার অবস্থানকে বেশ জটিল পরীক্ষার মধ্যে ফেলবে৷

প্রসঙ্গত, মধ্যবর্তী নির্বাচনে মার্কিন তরুণদের ভোটের সংখ্যা কমেছে বলে জানিয়েছে একটি গবেষণা সংস্থা৷ তারা বলছে, ২০০৬ সালের মধ্যবর্তী নির্বাচনের তুলনায় এবারের নির্বাচনে অ্যামেরিকার তরুণদের ভোট পড়েছে প্রায় দশ লাখ কম৷ সেন্টার ফর ইনফর্মেশন অ্যান্ড রিসার্চ অন সিভিক লার্নিং অ্যান্ড এনগেজমেন্ট এর হিসাবে, মঙ্গলবার ১৮ থেকে ২৯ বছর বয়সি তরুণদের প্রতি পাঁচ জনে একজন ভোট দিয়েছে৷ এই বয়সের তরুণদের ভোট পড়েছে প্রায় ৯০ লাখ৷ অথচ ২০০৬ সালের নির্বাচনে ভোট দিয়েছিল প্রায় এক লাখ তরুণ৷

প্রতিবেদন: হোসাইন আব্দুল হাই

সম্পাদনা: সুপ্রিয় বন্দ্যোপাধ্যায়

নির্বাচিত প্রতিবেদন

সংশ্লিষ্ট বিষয়