1. Inhalt
  2. Navigation
  3. Weitere Inhalte
  4. Metanavigation
  5. Suche
  6. Choose from 30 Languages

বিজ্ঞান পরিবেশ

নিজস্ব সোশ্যাল নেটওয়ার্কিং ফোন বাজারে আনছে মাইক্রোসফট

‘অ্যাপেল’ আর ‘গুগল’ ফোনের সঙ্গে পাল্লা দিয়ে মোবাইল ফোনের বাজারেও একটা ভিন্ন জায়গা তৈরি করতে চায় বিখ্যাত কম্পিউটার-সফটওয়্যার কোম্পানি মাইক্রোসফট৷ সংস্থাটির টেকনোলজি ব্লগ ‘গিজমোডো’ থেকে জানা গেছে এ তথ্য৷

default

সোশ্যাল নেটওয়ার্কিং ফোন বাজারে আনছে মাইক্রোসফট

আগামী জুলাই থেকে যুক্তরাষ্ট্রের অন্যতম মোবাইল ফোন কোম্পানি ‘ভেরিজন'এর ফোনগুলিতে পাওয়া যাবে সোশ্যাল নেটওয়ার্কিং'এর সমস্ত সুবিধে৷ করা যাবে চ্যাট, দেখা যাবে ই-মেল, এবং নিমেষের মধ্যেই ঘুরে আসা যাবে ফেসবুক অথবা টুইটার'এর জগতে৷ আর ঐ নতুন সফটওয়্যার সম্বলিত ফোনগুলির জন্য ‘পিংক' এবং ‘পিওর' নামের দু-দুটি নতুন মডেলের ফোন তৈরি করবে বিখ্যাত ইলেকট্রনিক কোম্পানি ‘শার্প'৷

শুধু তাই নয়, গুগল ফোনের অপারেটিং সিস্টেম ‘অ্যান্ড্রয়েড'এর জন্য মাইক্রোসফট একটা অ্যাপ্লিকেশনও তৈরি করে ফেলেছে ইতিমধ্যেই৷ এই নতুন সফটওয়্যারের নাম ‘ট্যাগ'৷ জানা গেছে, ঐ ফ্রি সফটওয়্যারের মাধ্যমে নাকি হ্যান্ডসেট ক্যামেরা ব্যবহার করে মোবাইলকে বারকোড রিডারে রূপান্তর করা যাবে৷ তার ফলে, অর্থাৎ এই ‘ট্যাগ' প্রোগ্রাম ব্যবহার করে খুব সহজেই যুক্ত হওয়া যাবে বিভিন্ন ওয়েবসাইট ও অনলাইন স্টোরের সঙ্গে৷ পাওয়া যাবে নানা তথ্য, এমনকি ডিসকাউন্টও৷

মজার বিষয়, কিছুদিন আগে পর্যন্তও ‘স্মার্টফোন'এর বাজারে একচ্ছত্র আধিপত্য ছিল মাইক্রোসফট'এর৷ কিন্তু, একে একে অ্যাপেল'এর ‘আই-ফোন', ‘ব্ল্যাকবেরি' এবং গুগল'এর ‘অ্যান্ড্রয়েড' ফোনগুলি আসরে নামার পর, কেমন যেন ঝিমিয়ে পড়েছে মাইক্রোসফট'এর বাজার৷ অন্ততপক্ষে মোবাইল ফোনের জগতে৷ আর তাই তো এই পদক্ষেপ !

উল্লেখ্য, সম্প্রতি উইন্ডোজ ফোন ৭ সিরিজের অপারেটিং সিস্টেমও চালু করে মাইক্রোসফট৷ ঐ সিরিজটিও এ বছরের শেষ নাগাদ বাজারে আসার কথা৷

প্রতিবেদক : দেবারতি গুহ

সম্পাদনা : সঞ্জীব বর্মন

সংশ্লিষ্ট বিষয়