1. Inhalt
  2. Navigation
  3. Weitere Inhalte
  4. Metanavigation
  5. Suche
  6. Choose from 30 Languages

সমাজ সংস্কৃতি

নিউ ইয়র্কের মাদাম তুসোয় শাহরুখ খান

বিশ্বজোড়া যার খ্যাতি, বলিউডের সেই সুপার স্টার শাহরুখ খান এবার স্থায়িভাবে যাচ্ছেন নিউ ইয়র্কে৷ উঁহু, একটু ভুল হলো, সুপার স্টার শাহরুখ খানের মোমের তৈরি মূর্তি এবার স্থান পেতে যাচ্ছে নিউ ইয়র্কের মাদাম তুসো যাদুঘরে৷

default

শাহরুখ খান

হ্যাঁ ঠিক তাই৷ যদিও এর আগেই তুসো মিউজিয়ামের লস আ্যাঞ্জেলেস শাখায় শাহরুখ খানের একটি মোমের তৈরি মূর্তি রয়েছে, কিন্তু মাদাম তুসোর নিউ ইয়র্ক শাখায় এটিই প্রথম৷ সেখানে জনি ডিপ এবং রবার্ট প্যাটিনসনের সঙ্গে এবার শাহরুখও থাকছেন৷

সাদা শার্ট এবং কালো স্যুট পরিহিত শাহরুখকে তাঁর 'মাই নেম ইজ খান' ছবির চরিত্রেই দেখা যাবে ঐ যাদুঘরে৷ আজ অর্থাৎ বৃহস্পতিবারই ৪৫ বছর বয়সি এই স্টারের মূর্তি টাইম স্কোয়ারের মাদাম তুসো মিউজিয়ামে অবমুক্ত করা হচ্ছে আর এই মিউজিয়ামটির নতুন তৈরি বলিউড জোনেই এটি স্থান পাবে৷ এবং এদিনই মুক্তি পাচ্ছে 'মাই নেম ইজ খান'-এর ডিভিডিও৷

শাহরুখ খান তাঁর ভক্তদের কাছে কিং খান হিসেবে পরিচিত৷ ২০০৮ সালে নিউজউইকের ৫০টি সবচেয়ে ক্ষমতাবান ব্যক্তির নামের তালিকায় শাহরুখ খানের নাম ছিল৷ ভারত থেকে আসা একজন মুসলিম ব্যক্তির জীবনকে নাইন ইলেভেনর ঘটনা কী ভাবে প্রভাবিত করেছে, তারই গল্প বিবৃত হয়েছে 'মাই নেম ইজ খান'-এ৷

প্রতিবেদন: ফাহমিদা সুলতানা

সম্পাদনা: দেবারতি গুহ

ইন্টারনেট লিংক