1. Inhalt
  2. Navigation
  3. Weitere Inhalte
  4. Metanavigation
  5. Suche
  6. Choose from 30 Languages

সমাজ সংস্কৃতি

নাতীদের কাছে অমিতাভ কেবল একজন বুড়ো নানা

বলিউড তারকা অমিতাভ বচ্চন, ভারতীয় উপমহাদেশের সিনেমা জগতে এক অত্যন্ত জনপ্রিয় নাম৷ কেবল ভারতেই নয় বিদেশেও অনেক বড় তারকা হিসেবে পরিচিত বিগ বি৷ কিন্তু নিজের নাতি নাতনীদের কাছে তিনি যেন কেবলই বুড়ো এক নানা৷

default

ঘটনাটা হল, সম্প্রতি লন্ডনে গিয়েছিলেন অমিতাভ বচ্চন, উদ্দেশ্য মেয়ে শেতা বচ্চন এবং দুই নাতি-নাতনী অগাস্তা ও নব্যকে দেখে আসা৷ বরাবরই অমিতাভ যেখানে যান, সেখানে ভক্তদের ভীড় উপচে পড়ে৷ কিন্তু দুই নাতি নাতনীর কাছে যেন পাত্তাই পেলেন না নানা অমিতাভ৷ তারা এখন বুঁদ হয়ে আছে নতুন সঙ্গীত তারকা জাস্টিন বিবারের প্রেমে৷

টুইটারে লেখা নিজ ব্লগে অমিতাভ জানান, নব্য এবং অগাস্তা গিয়েছিল ওয়েম্বলি স্টেডিয়ামে অনুষ্ঠিত জাস্টিন বিবারের কনসার্টে৷ এরপর বাসায় ফিরে তাদের মুখে কেবল ১৬ বছর বয়সী এই তরুণ সঙ্গীত তারকার প্রশংসা৷ নাতি নাতনীদের এই কথা শুনে অমিতাভও তাদের জানান, তিনিও দুই দশক আগে জুম্মা চুম্মা কনসার্টে উপস্থিত ছিলেন৷ সেখানে তিনিও তাদের মতই আনন্দে লাফালাফি করেছেন৷

অমিতাভ বলেন, আমি তাদের বোঝানোর চেষ্টা করলাম যে তাদের নানাও একসময় কনসার্টে যেতেন৷ কিন্তু তারা আমার কথাই ঠিকমত শুনলো না৷ বরং অবাক হয়ে বললো, নানা এটা জাস্টিন, মানে কোথায় জুম্মা চুম্মা আর কোথায় জাস্টিন বিবার৷ আমি বুঝতে পারলাম, তাদের কাছে জাস্টিন বিবার মানে জাস্টিন বিবার, আর আমি হলাম কেবলই বুড়ো নানা৷ বেচারা অমিতাভ বচ্চন!

প্রতিবেদন: রিয়াজুল ইসলাম

সম্পাদনা: আব্দুস সাত্তার

সংশ্লিষ্ট বিষয়