1. Inhalt
  2. Navigation
  3. Weitere Inhalte
  4. Metanavigation
  5. Suche
  6. Choose from 30 Languages

খেলাধুলা

ধীর ওভার রেটের কারণে ওয়েস্ট ইন্ডিজের জরিমানা

টোয়েন্টি-টোয়েন্টি ম্যাচে মঙ্গলবার পাকিস্তানের বিরুদ্ধে ৭ রানে ওয়েস্ট ইন্ডিজের বিজয়ের পরে অত্যন্ত ধীর ওভার রেটের কারণে ওয়েস্ট ইন্ডিজকে জরিমানা করা হয়েছে৷ ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল শুক্রবার এই খবর দিয়েছে৷

default

ফাইল ছবি

ম্যাচ শেষে দেখা গেছে, স্যামির দল লক্ষ্যমাত্রার চেয়ে এক ওভার পেছনে রয়েছে৷ ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল বা আইসিসি-র নিয়ম অনুযায়ী, ম্যাচ থেকে পাওয়া ফি থেকে ওয়েস্ট ইন্ডিজের প্রতিটি সদস্যকে শতকরা দশ ভাগ জরিমানা দিতে হবে৷ এবং ক্যাপ্টেন স্যামিকে দিতে হবে শতকরা কুড়ি ভাগ জরিমানা৷

সেন্ট লুসিয়ার বুশেজো স্টেডিয়ামে বৃহস্পতিবার টস জিতে ব্যাট করতে নেমে লেন্ডল সিমন্সের অর্ধশতকের সুবাদে ৭ উইকেটে ১৫০ রান করে ওয়েস্ট ইন্ডিজ৷ রান তাড়া করতে নেমে ৯ উইকেটে ১৪৩ রানেই থেমে যায় পাকিস্তান৷ ওয়েস্ট ইন্ডিজের পক্ষে দেবেন্দ্র বিশু ৪ উইকেট নেন ১৭ রানে৷ রবি রামপল ৩ উইকেট নেন ৩১ রানে৷

এর আগে ব্যাট করতে নেমে ২ রানের মাথায় এক উইকেট হারালে চাপে পড়ে যায় ওয়েস্ট ইন্ডিজ৷ কিন্তু দ্বিতীয় উইকেট জুটিতে সিমন্স ও ড্যারেন ব্রাভো ৯৯ রান তুলে উল্টো চাপে ফেলে দেন সফরকারীদের৷

দলীয় ১০১ রানের মাথায় ব্রাভো ৪২ রান করে বিদায় নেন৷ তার ৩৩ বলের ইনিংসে ৪টি চার ও ২টি ছক্কা রয়েছে৷

প্রতিবেদন: ফাহমিদা সুলতানা

সম্পাদনা: হোসাইন আব্দুল হাই