1. Inhalt
  2. Navigation
  3. Weitere Inhalte
  4. Metanavigation
  5. Suche
  6. Choose from 30 Languages

বিশ্ব

দ্বিতীয় দফা তুষার ঝড়ে বিপর্যস্ত যুক্তরাষ্ট্র

যুক্তরাষ্ট্রের দক্ষিণাঞ্চলে আবারও ব্যাপক তুষার ঝড় শুরু হয়েছে৷ বুধবার ওয়াশিংটন, বাল্টিমোর এবং ফিলাডেলফিয়াতে দুর্যোগ সতর্কতা জারি করা হয়েছে৷ নিউ ইয়র্ক ও বস্টনেও শুরু হয়েছে প্রবল তুষারপাত৷

দক্ষিণাঞ্চলের আটলান্টা, জর্জিয়া, নর্থ ক্যারোলাইনায় তীব্র তুষার ঝড় শুরু হয়েছে৷ ৪ লাখ ৮০ হাজার বাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে বিদ্যুৎহীন অবস্থায়৷ জাতীয় আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, ভয়ঙ্কর এই শীতকালীন ঝড়ে ব্যাপক তুষারপাত ও ভয়াবহ বরফ পড়বে৷ স্থানীয় সময় বৃহস্পতিবার রাতের মধ্যে দুই সেন্টিমিটার পুরু বরফে ঢেকে যাবে জর্জিয়া থেকে সাউথ ক্যারোলাইনা৷ গত ১০ বছরের মধ্যে এবার দক্ষিণাঞ্চলে তাপমাত্রা নেমে গেছে সবচেয়ে নীচে৷ বাতাসের বেগ ৩০ মাইল৷

এসব এলাকার সব মানুষকে ঘর থেকে বের না হওয়ার নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ৷ যুক্তরাষ্ট্রের ৩,৭০০ ফ্লাইট বাতিল করা হয়েছে৷ আটলান্টা থেকে চলাচল করা প্রায় ৭০ শতাংশ ফ্লাইট বাতিল করা হয়েছে৷ সিবিএস নিউজের বরাত দিয়ে সংবাদ সংস্থা এএফপি জানিয়েছে, ঝড়ে দুর্ঘটনায় নিহত হয়েছে ১১ জন৷ কোথাও কোথাও উপড়ে পড়েছে গাছ ও বৈদ্যুতিক খুঁটি৷

USA Kältewelle Februar 2014

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, ভয়ঙ্কর এই শীতকালীন ঝড়ে পরিস্থিতি আরো খারাপ হবে

অ্যালাবামা, আরকানসাস, জর্জিয়া, মিসিসিপি এবং নর্থ ও সাউথ ক্যারোলাইনার কোনো কোনো অংশে এরই মধ্যে ১৪ সেন্টিমিটার পর্যন্ত বরফ জমেছে৷ জর্জিয়া এবং সাউথ ক্যারোলাইনার ১২৬টি কাউন্টিতে জরুরি অবস্থা ঘোষণা করেছেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা৷ হোয়াইট হাউজে দেয়া এক বক্তব্যে ওবামা বলেন, রাজধানীতে ১০ থেকে ২০ সেন্টিমিটার পর্যন্ত বরফ পড়ার সম্ভাবনা রয়েছে৷ বৃহস্পতিবার পর্যন্ত ওয়াশিংটন ডিসি-র সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়েছে৷

পেনসিলভেনিয়া, মেরিল্যান্ড এবং ভার্জিনিয়াতেও তুষার ঝড়ের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস৷ কেন্দ্রীয় দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা এসব এলাকায় ঝড় মোকাবিলায় পূর্ব প্রস্তুতি নিয়েছে৷ প্রচণ্ড ঠান্ডার কারণে বেড়ে গেছে জ্বালানি তেলের দামও৷

এপিবি/ডিজি (এপি, এএফপি, ডিপিএ, রয়টার্স)

নির্বাচিত প্রতিবেদন