1. Inhalt
  2. Navigation
  3. Weitere Inhalte
  4. Metanavigation
  5. Suche
  6. Choose from 30 Languages

ভাইরাল ভিডিও

দুবাইয়ের সুউচ্চ ভবনে স্টান্টের যে ভিডিও ভাইরাল

রুশ এক নারী মডেল দুবাইয়ের সুউচ্চ ভবনে উঠে স্টান্টের বিভিন্ন দৃশ্য ক্যামেরাবন্দি করায় নিন্দার মুখে পড়েছেন৷ এমন ঝুঁকি নেয়ার জন্য ব্যাপক সমালোচনার মুখে পড়েছেন তিনি৷

 তবে ছবি তোলার দৃশ্যের ভিডিওটি যে ভাইরাল হয়েছে এ ব্যাপারে সন্দেহ নেই৷

ভিডিওটি ইউটিউবে ৪৬ লাখ লাখ ৪৫ হাজার বার দেখা হয়েছে৷ কিন্তু ২২ বছর বয়সি রুশ মডেল ভিক্টোরিয়া অদিন্টকোভার এই পদক্ষেপকে সাধুবাদ জানাননি বেশিরভাগ মানুষ৷ বরং এ ধরনের পদক্ষেপকে বোকামো বলেছেন অনেকেই৷ দুবাইয়ের একটি সুউচ্চ ভবনে উঠে বিভিন্ন ভঙ্গিতে স্টান্টের দৃশ্যের ছবি তুলিয়েছেন এই নারী মডেল৷

একজন পুরুষ সহযোগী তার সঙ্গে থাকলেও এত উঁচুতে তিনি কোনো নিরাপত্তা যন্ত্রপাতি ব্যবহার করেননি৷ অর্থাৎ কোনো কারণে যদি পড়ে যেতেন, নির্ঘাৎ মৃত্যু৷

জানুয়ারিতে ইনস্ট্রাগ্রামে তিনি ছবিগুলো পোস্ট করেন, যেগুলো ১০ লাখেরও বেশি মানুষ দেখেছে৷ কয়েকজন অবশ্য তার এই সাহসের প্রশংসা করেছেন৷ তবে সমালোচনার পাল্লাটাই ভারী৷ সমালোচকরা বলেছেন, নিজের জীবনকে মূল্যহীন ভাবে উপস্থাপন করেছেন এই মডেল৷

কেউ কেউ তাকে মানসিক অপ্রকৃতস্থ বলেও উল্লেখ করেছেন৷ দুবাইয়ের কেয়ান টাওয়ারের একদম উপরে তোলা হয়েছিল ছবিগুলো, যে ভবনটি ৩০৬ মিটার উঁচু এবং ৭৫ তলা বিশিষ্ট৷

এপিবি/ডিজি

 

নির্বাচিত প্রতিবেদন