1. Inhalt
  2. Navigation
  3. Weitere Inhalte
  4. Metanavigation
  5. Suche
  6. Choose from 30 Languages

বিশ্ব

দুই সন্তানসহ গৃহবধুর মৃত্যু নিয়ে সন্দেহ

ঢাকায় দুই সন্তানসহ এক গৃহবধুর মৃত্যু নিয়ে সন্দেহ বাড়ছে৷ এটি হত্যা না আত্মহত্যা তা এখনো নিশ্চিত করা যায়নি৷ অন্যদিকে বিশ্বকাপ খেলা দেখা নিয়ে সংঘর্ষে বুয়েট বন্ধ৷ রয়েছে, বিনামূল্যে বিদ্যুৎ সাশ্রয়ী বাল্ব বিতরণের খবর৷

default

ফাইল ফটো

সন্তানসহ গৃহবধু হত্যা, না আত্মহত্যা?

রবিবারের সংবাদপত্রগুলোতে ঢাকার জুরাইনে দুই সন্তানসহ এক গৃহবধুর মৃত্যু নিয়ে বেশ আলোচনা দেখা যাচ্ছে৷ দিন কয়েক আগে তাদেরকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়৷ কিন্তু এই তিনজনকে হত্যা করা হয়েছে নাকি তারা আত্মহত্যা করেছে তা নিয়ে তদন্ত চলছে৷ মৃতদের গাড়ির চালক গোয়েন্দা পুলিশকে জানিয়েছেন, তিনজন পানিতে ঘুমের বড়ি মিশিয়ে তা পান করেন এবং মৃত্যুর কোলে ঢলে পড়েন৷ দৈনিক প্রথম আলো, দৈনিক ইত্তেফাকসহ আরো কয়েকটি দৈনিক এই খবর প্রকাশ করেছে৷ তবে, গাড়ির চালক সত্য বলছে কিনা তা নিয়েও সন্দেহ রয়েছে৷

বুয়েট অনির্দিষ্টকালের জন্য বন্ধ

বিশ্বকাপ খেলা দেখতে ছুটির দাবি নিয়ে সংঘর্ষে বন্ধ হয়ে গেছে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় বা বুয়েট৷ এই বিষয়ে দৈনিক প্রথম আলোর শিরোনাম, ‘বুয়েট অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা'৷ বিশ্বকাপ শুরুর পর থেকে ক্লাস বন্ধ রাখার দাবি নিয়ে আন্দোলন করছিল বুয়েটের একদল শিক্ষার্থী৷ কিন্তু শনিবার আরেকদল শিক্ষার্থী ক্লাস করার পক্ষে অবস্থান নিলে শুরু হয় সংঘর্ষ৷ এতে আহত হয় কমপক্ষে ৫ শিক্ষার্থী৷ এরপর পরিস্থিতি নিয়ন্ত্রণে কর্তৃপক্ষ বুয়েট বন্ধ ঘোষণা করে এবং সকল শিক্ষার্থীকে আবাসিক হল ছেড়ে চলে যাবার নির্দেশ দেয়৷

বিনামূল্যে সিএফএল বাল্ব

বিদ্যুৎ সঙ্কট মোকাবিলায় ঢাকাসহ ২৭টি জেলায় বিনামূল্যে বিদ্যুৎ সাশ্রয়ী সিএফএল বাল্ব বিতরণ শুরু করেছে বাংলাদেশ সরকার৷ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম জানিয়েছে এই খবর৷ প্রথম পর্যায়ে ৫৫ লাখ সিএফএল বাল্ব বিতরণ করা হয়৷ এর মধ্য শনিবার ঢাকায় ডিপিডিসি বিতরণ করে আট লাখ ৪৭ হাজার বাল্ব৷ আর ডেসকো বিতরণ করে ৪ লাখ ২৯ হাজার বাল্ব৷ আরো কয়েকটি পত্রিকা এই খবর প্রকাশ করেছে৷

গ্রন্থনা: আরাফাতুল ইসলাম

সম্পাদনা: সুপ্রিয় বন্দোপাধ্যায়

সংশ্লিষ্ট বিষয়