1. Inhalt
  2. Navigation
  3. Weitere Inhalte
  4. Metanavigation
  5. Suche
  6. Choose from 30 Languages

বিজ্ঞান পরিবেশ

দাবানলের জন্য উষ্ণায়ন দায়ী: জাতিসংঘ

অস্ট্রেলিয়ার বড় একটা অঞ্চল দাবানলে পুড়ছে৷ যাতে গৃহহারা হয়েছে শত শত মানুষ৷ এ অবস্থায় জাতিসংঘের জলবায়ু বিষয়ক সংস্থার প্রধান বলেছেন, এমন দাবানলের সঙ্গে বিশ্ব উষ্ণায়নের সম্পর্ক রয়েছে৷

সিএনএন-কে দেয়া সাক্ষাৎকারে সেক্রেটারি অফ দ্য ইউনাইটেড নেশন্স ফ্রেমওয়ার্ক কনভেনশন অন ক্লাইমেট চেঞ্জ (ইউএনএফসিসিসি)-র নির্বাহী সচিব ক্রিস্টিয়ানা ফিগুয়েরেসের কাছে জানতে চাওয়া হয়েছিল, সিডনির দক্ষিণাঞ্চলে যে মারাত্মক দাবানল চলছে এমন প্রাকৃতিক বিপর্যয়ের সঙ্গে বিশ্ব উষ্ণায়নের সম্পর্ক আছে বলে তিনি মনে করেন কিনা৷ জবাবে তিনি বলেন, ‘‘হ্যাঁ, অবশ্যই আছে৷ আবহাওয়া বিষয়ক আন্তর্জাতিক সংগঠন (ডাব্লিউএমও) যদিও সুনিশ্চিতভাবে এখনো দাবানল এবং জলবায়ু পরিবর্তনের সরাসরি সম্পর্কের কথা বলেনি, কিন্তু এটা তো পরিষ্কার যে এশিয়া, ইউরোপ আর অস্ট্রেলিয়ায় খরতাপ বাড়ছে৷ এবং এটা বাড়তেই থাকবে৷''

অস্ট্রেলিয়ায় চলমান দাবানলের প্রসঙ্গ টেনে তিনি বলেন, ‘‘এ মুহূর্তে আমরা যা দেখছি তা হয়ত ভবিষ্যতের আরো বড় বিপর্যয়ের পূর্বাভাষ৷ তবে সেটাই একমাত্র দ্রষ্টব্য নয়৷ কঠোর ব্যবস্থা নিলে আমরা অবশ্যই অবস্থা বদলে দিতে পারি৷ সময় বেশি নেই৷ তবে এখনো যে সময় আছে, সেটাই গুরুত্বপূর্ণ৷ এ অবস্থায় ব্যবস্থা নিতে দেরি করার মানে হচ্ছে, সামনের সম্ভাবনার জানালাটা বন্ধ করে দেয়া৷''

দাবানলের কারণে অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলস রাজ্যে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে৷ দাবানলে এ পর্যন্ত অসংখ্য ঘরবাড়ি পুড়ে গেছে, ধ্বংস হয়েছে অন্তত ৩৭ হাজার হেক্টরের বনাঞ্চল৷ অস্ট্রেলিয়ার আবহাওয়া দপ্তর জানিয়েছে, দেশের বর্তমান তাপমাত্রা অতীতের সব রেকর্ড ছাড়িয়ে গেছে৷ অলাভজনক সংস্থা ‘ক্লাইমেট কাউন্সিল'-এর দেয়া তথ্যকে ভিত্তি করে এ দাবি করেছে তারা৷

এসিবি/ডিজি (এএফপি, রয়টার্স)

নির্বাচিত প্রতিবেদন