1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

তেজস্ক্রিয়তা: নতুন দিল্লিতে অসুস্থ একজনের মৃত্যু

২৭ এপ্রিল ২০১০

চলতি মাসের প্রথম দিকে ভারতের রাজধানী নতুনদিল্লির পুরনো লোহালক্কড়ের বাজারে তেজস্ক্রিয়তার শিকার হয়ে অসুস্থ হয়ে পড়েছিলেন সাত জন৷ তাদেরই একজন প্রাণ হারালেন সোমবার রাতে৷ পুলিশ মঙ্গলবার এই খবর দিয়েছে৷

https://p.dw.com/p/N81w
ছবি: AP

দিল্লির পশ্চিমাঞ্চলের মায়াপুরি শিল্প এলাকার ঐ লোহালক্কড়ের বাজারে তেজস্ক্রিয়তার শিকার হওয়ায় গত ১২ই এপ্রিল সাত জনকে হাসপাতালে ভর্তি করা হয়৷ তাদের মধ্যে একজনের দেহের কয়েকটি অঙ্গ নিষ্ক্রিয় হয়ে যাবার পর তাকে আর বাঁচানো যায়নি৷ ঘটনার পর, সেখানকার পুরো আবাসিক এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে৷ বাকি ছয়জন এখনও হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন৷ তাদের মধ্যে আর একজনের অবস্থাও গুরুতর বলে পুলিশ জানিয়েছে৷

তেজস্ক্রিয়তায় আক্রান্ত হয়ে মৃত ব্যক্তির বয়স ৩৫৷ সোমবার রাতে তিনি মারা যান অল ইন্ডিয়া ইন্সটিটিউট অব মেডিক্যাল সায়েন্সে৷ তেজস্ক্রিয়তার শিকার ব্যক্তিদের চিকিৎসা করেছেন যারা তাদের একজন বলেছেন, যিনি মারা গেছেন, তার শরীরে দুই ধরনের নিইমোনিয়া ছড়িয়ে পড়েছিল৷ এবং তার কিডনি ও লিভারও বিকল হয়ে গিয়েছিল৷ তাকে ২৪ শে এপ্রিল ভেন্টিলেটরে রাখা হয়৷

গণমাধ্যমের খবরে বলা হয়েছে, লোহালক্কড়ের ডিলারদের কেনা পুরোনো চিকিৎসা সরঞ্জামাদি থেকেই ঐ তেজস্ক্রিয়তা ছড়িয়ে পড়েছিল৷ ঘটনার পর, ঐ বাজারের ১০টি দোকান থেকে কোবাল্ট-৬০ রাসায়নিকের সন্ধান পেয়েছেন তল্লাশি দল৷ তবে পুলিশ বলছে, ঠিক কোথা থেকে কোবাল্ট-৬০ সেখানে এসে পৌঁছায় তা জানা যায়নি৷

প্রতিবেদক: ফাহমিদা সুলতানা

সম্পাদনা: আব্দুল্লাহ আল-ফারুক