1. Inhalt
  2. Navigation
  3. Weitere Inhalte
  4. Metanavigation
  5. Suche
  6. Choose from 30 Languages

খেলাধুলা

তৃতীয় দিন শেষে ইংল্যান্ড ৪৩৪ রানে এগিয়ে

তৃতীয় দিনের খেলা শেষ হওয়ার আগে ইংল্যান্ড পাঁচ রানে তিন উইকেট হারায়৷ কিন্তু তা সত্ত্বেও স্বাগতিকদের থেকে ৪৩৪ রানে এগিয়ে ইংল্যান্ড, হাতে আরো পাঁচ উইকেট৷

default

ফাইল ছবি

তৃতীয় দিনে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে সফরকারীদের সংগ্রহ ১৩১, পাঁচ উইকেটে৷ প্রথম ইনিংসে বাংলাদেশের সংগ্রহ ২৯৬, সবকটি উইকেট হারিয়ে৷ তবে বাংলাদেশি ওপেনার তামিম ইকবাল বললেন, ‘‘এই মুহূর্তে আমাদের জন্য বেশ কঠিন পরিস্থিতি, তবে ম্যাচ তো এখনও শেষ হয়নি৷''

মুশফিকুর রহিমের অর্ধ-শতক ও অষ্টম জুটির ১১৩ রানের প্রচেষ্টা সত্ত্বেও ইংল্যান্ডের বিপক্ষে ফলোঅন এড়াতে পারেনি বাংলাদেশ৷ রবিবার সফরকারীদের থেকে ৩০৩ রান পিছিয়ে থেকেই প্রথম ইনিংস শেষ করে সাকিবের দল৷ তবে স্বাগতিকদের আবারো ব্যাটিং-এ না পাঠিয়ে দ্বিতীয় ইনিংস শুরু করে ইংল্যান্ড৷

প্রসঙ্গত, এর আগে টেস্ট ক্রিকেটে অষ্টম জুটির সেরা রেকর্ডটি ছিল মোহাম্মদ আশরাফুল এবং মোহাম্মদ রফিক এর মধ্যে৷ ২০০৪ সালে গ্রস আইলেট-এ ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে তুলেছিল ৮৭ রান৷

তৃতীয় দিন ফলোঅন এড়াতে আরো ২৪৫ রানের লক্ষ্যে ব্যাট করতে নামে পাঁচ উইকেটে ১৫৪ রানে দ্বিতীয় দিন শেষ করা বাংলাদেশ৷ কিন্তু যাকে ঘিরে বিপদ কাটানো আশা সেই তামিমকে হারিয়ে শুরুতেই হোঁচট খায় স্বাগতিকরা৷ আগের দিনের সঙ্গে ৫ রান যোগ করে ব্রেসন্যানের হাতে বোল্ড হয়ে ফিরে যান তামিম৷ দলীয় ১৮৩ রানে শাহাদাত আউট হলে সপ্তম উইকেটের পতন ঘটে৷

প্রতিবেদক: হোসাইন আব্দুল হাই

সম্পাদনা: জাহিদুল হক

সংশ্লিষ্ট বিষয়